আমাদের কথা খুঁজে নিন

   

সাধারণ বিজ্ঞান

মডেল টেস্ট -১

১. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও

মিজান সাহেব বায়োগ্যাস প্লান্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প গ্রহণের পরামর্শ নিয়ে 10 kw বিদ্যুৎ উৎপাদনক্ষম একটি প্লান্ট স্থাপন করেন। প্রতিবেশী জেরিনা বেগম 75 w এর ২টি ফ্যান এবং 10 w এর ৪টি বাতির জন্য মিজান সাহেবের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করেন। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য জেরিনা বেগমকে ৫.০০ টাকা প্রদান করতে হয়।

ক. বায়োগ্যাস কী? ১

খ. বায়োগ্যাস কীভাবে পরিবেশবান্ধব হিসেবে কাজ করে? ২

গ. জেরিনা বেগমকে জুন মাসে কত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছিল? ৩

ঘ. অর্থনৈতিক ও পরিবেশগত বিষয়ে দৃষ্টি রেখে বায়োগ্যাস প্লান্ট থেকে বিদ্যুৎ প্রকল্প গ্রহণের পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪

২. প্রকৃতি অনেক সুন্দর হওয়ার কারণ বিভিন্ন রং এবং পাতা ও ফুল।

গাছের পাতা সাধারণত সবুজ হয়। বিভিন্ন ধরনের প্লাস্টিড থাকার কারণে পাতা ও ফুল বিভিন্ন রংয়ের হয়ে থাকে।

ক. প্লাস্টিড কাকে বলে? ১

খ. প্লাস্টিড উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ২

গ. উদ্ভিদের টিকে থাকার ক্ষেত্রে প্লাস্টিডের ভূমিকা মূল্যায়ন কর। ৩

ঘ. উদ্দীপক 'ক্লোরোফিল সালোক সংশ্লেষণে সাহায্য করে।

' কীভাবে তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ৪

৩. জীব কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া। প্রাণী কোষ ও উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে এরা বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। একে কোষের শক্তিঘর বলা হয়।

ক. মাইটোকন্ড্রিয়া কী ১

খ. মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিধর বলা হয় কেন? ২

গ. মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র অঙ্কন কর।

ঘ. মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ বিশ্লেষণ কর। ৪

মডেল টেস্ট-২

১. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।

 

ক. ছত্রাক বলতে কী বুঝ? ১

খ. চিত্রটির নাম লিখ এবং বিভিন্ন অংশ চিহ্নিত কর। ২

গ. মানুষের উপকারে লাগে এমন একটি ছত্রাকের চিত্রসহ বর্ণনা কর। ৩

ঘ. চিত্রের ছত্রাকের ভূমিকা আলোচনা কর।

অর্থনৈতিক গুরুত্ব লিখ। ৪

২. এনামুল হক একজন ব্যবসায়ী। এক শীতের সকালে তিনি তার শরীরে জ্বর অনুভব করলেন। তিনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার শরীরের রক্ত ও আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করে বুঝলেন তার শরীর হেপাটাইটিস বি-ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে।

ক. ভাইরাস কী? ১

খ. ভাইরাসকে জীব হিসেবে বিবেচনা করা হয় কেন? ২

গ. চিহ্নিত চিত্রসহ T2 ফাযের গঠন বর্ণনা কর।

ঘ. ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর। ৪

৩. সানজানা একদা বাসায় তৈরি মিষ্টি খাওয়ার সময় মাকে জিজ্ঞেস করল, কিশমিশ কীভাবে আকারে বড় হলো? মা বললেন, কিশমিশ পানিতে ভিজিয়ে রাখলে পানি কিশমিশের মধ্যে প্রবেশ করেছে এবং তা ফুলে উঠেছে। তিনি আরও বললেন, মাটি থেকেও উদ্ভিদের মধ্যে এভাবে পানি প্রবেশ করে। এই প্রক্রিয়ার নাম অভিস্রবণ।

ক. অভিস্রবণ কাকে বলে? ১

খ. অভিস্রবণ প্রক্রিয়ার শর্তগুলো লিখ।

গ. উদ্ভিদের জীবনে অভিস্রবণের গুরুত্ব বর্ণনা কর। ৩

ঘ. উদ্ভিদ মাটি থেকে কিভাবে পানি শোষণ করে ব্যাখ্যা কর। ৪

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.