সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. শাড়ি রেখো চুড়ি রেখো ও খালা আর পিসি বোশেখ বরণ করতে এলো বিদেশ থেকে নিশি। বাবার কাছে বুড়োখুকির অনেকদিনের বায়না ভিনদেশের ওই ইট দেয়ালে দেশী মজা পায়না। ঘুমটা দিয়ে বউ সাজবে আলতা দেবে পায়ে পাখির মতো ঘুরবে সেদিন সবুজ বরণ গাঁয়ে। বোশেখ বরণ উৎসবেতে রমনার বটমূলে বাঙালি মেয়ে নাচবে সেযে বাংলা মায়ের বুলে। তোমরা যারা রঙধনু সব বাংলাদেশে থাকো বোশেখ এলে সব নিশিদের প্রাণের মেলায় ডাকো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।