আহসান জামান
রাত্রির কালো কাফনে জড়িয়ে বসে আছে কালঘড়ি
সমুদ্রে ঢেউবনে জেগে থাকে অসংখ্য স্মৃতির তরী
আমাদের পাংশুটে মুখের ছায়ায় ভাসে মাঘের শীত
জড়োসড়ো কুঁজোঘরে শ্বাসত হিংস্র দানব ছিঁড়ে খায়
রোদের শুভ্রতা; খননের কাজ চলে নিশ্চুপে।
মৃত্যুর শ্লেজে টেনে আনে পাপের লাশ;
চোখের রেটিনায় ক্ষরণে গাঁথা থাকে পুরানো দিনক্ষণ
অবহেলার পাঁচিল পেরিয়ে ঝাউবন, মাধবীরাতের গল্প।
সবকিছু মুছে গেছে হঠাৎ
ক্লান্তির হাওয়াদোলে ভেসেছে অগাথ শ্রান্তির
পরশ বুলিয়ে মেথেছে এখন ঘুমের আয়োজন।
নিভানো আলোর ভিতর ওড়ে
ছায়াদের শোক গাঁথা মৃত বোধপাখি একা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।