আমাদের কথা খুঁজে নিন

   

নিশির সাথে পাশাপাশি কাছাকাছি কিছুক্ষন !!

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! পরীবাগের ওভার ব্রীজটার কাছে এসেই মনটা খারাপ হয়ে গেল । ওভার ব্রীজটা পার হলেই নিশি রিক্সা নিবে । রিক্সা নিয়েই চলে যাবে । কেমন করে সময় চলে গেল । প্রায় তিন ঘন্টা নিশির সাথে ছিলাম অথচ মনে হচ্ছে যেন আধা ঘন্টাও হয় নি ।

বেটা আইনষ্টাইন ঠিক কথাই বলেছিল । পৃথিবীতে সব কিছুই আপেক্ষিক । আসলেই সুসময়টা বড় জলদি চলে যায় । আমি নিশির দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে । খানিকটা অবক হলাম ।

এমন ভাবে তাকিয়ে আছে কেন মেয়েটা !! আমি বললাম -কি ব্যাপার ? -নাহ । কোন ব্যাপার না । নিশি সুন্দর করে হাসল । বলল -সময়টা তাড়া তাড়া চলে গেল তাই না ? -হুম । আমার মনটা ভাল হয়ে গেল ! তার মানে ওর কাছেও হয়তো আমার সঙ্গ ভাল লেগেছে !! নিশি আবার হাসল ।

-তোমার সাথে সময় ভাল কাটলো । ইস !! কেন যে আরো আগে তোমার সাথে মিশি নি । নিশির কথাটা শুনে কেন জানি মনের ভাল লাগাটা আরো একটু বেড়ে গেল । আসলেই নিশির সাথে আরো আগে কথা বললেই হত । এমতেই শুধু শুধু ভয় পেয়েছি ।

ভেবেছি কথা বলতে গেলে নিশি কি না কি মনে করে ! তাই নিশিকে ভাল লাগলেও ওর কাছে যেতাম না এই ইতস্তত মনোভাবের কারনেই । আমি ভেবেছিলাম হয়তো কোনদিন ওর সাথে আমার কথাই হবে না । কেবল ওকে দুর থেকে দেখেই যাবো । কিন্তু একদিন কেমন করে যেন নিশির সাথে কথা হয়েই গেল । শরীফ স্যার আমাদের এসাইনমেন্ট দিয়েছিল আর বলেছিল যে দুজন করে একটা গ্রুপ করতে ।

এবার দুজন মিলে এসাইনমেন্ট কম্লিট করতে । আমি ক্লাসে সব সময় চুপচাপই থাকতাম । খুব একটা কথা বলতাম না কারো সাথে । আর আমার গ্রুপ করার কোন ইচ্ছাই ছিল না । আমার একা একাই কাজ করতে ভাল লাগে ।

কিন্তু আর তা হল কই ? ঐদিন ক্লাসের পর ক্যান্টিনে বসেছিলাম এমন সময় নিশিকে আসতে দেখলাম । প্রথমে ভেবেছিলাম হয়তো ক্যান্টিনে কিছু কিনতে এসেছে কিন্তু সরাসরি আমার দিকে এসে আমার টেবিলের উপর ব্যাগটা রাখল । আমার বুকটা তখন পনের রিক্টার স্কেলে ভুমিকম্প হচ্ছে । আমার সামনে বসে নিশি বলল -তোমার সাথে কয়টা কথা বলতে পারি ? -বল । আমার গলাটা কেমন যেন কেঁপে উঠল ।

-আসলে স্যার যে গ্রুপ করতে বলেছিল না , ঐ ব্যাপারে কথা বলতাম । আমার মন খানিকটা খারাপ হল । আমি ভেবেছিলাম কি না কি বলবে, কিন্তু এখন দেখি দরকারী কথা ! আমি বললাম -বল ! -আসলে, স্যার তো দুজন করে গ্রুপ করতে বলেছে কিন্তু আমার না কোন গ্রুপ করা হয়নি । আমি কদিন আসি নিতো তাই ঠিক মত জানতাম না ! -ও আচ্ছা ! আমি কি করতে পারি একটু বলবা ? -তুমি তো একাই আছো !! আমি তোমার সাথে আসি ?? প্লিজ !! আমি যতই নিশিকে পছন্দ করি না কেন গ্রুপে মেয়েদের নেওয়া মানে ঝামেলা সৃষ্টি করা । এই মেয়েগুলো কোন কাজ করবে না, কেবল বসে বসে সুফল নিবে ! আর ন্যাক ন্যাকা কথা বলবে !! কিন্তু নিশিকে না বলা গেল না কিছুতেই ! মেয়েদের এই একটা দিক যে মেয়েদের অনুরোধ সহজে ফেলা যায় না ! অনুরোধের ঢেকি গিলতেই হল ।

অবশ্য আমার খুব একটা সমস্যা হবার কথা না ! আমি এমনিতেও একা একাই কাজ করতাম । সুতরাং ব্যাপর না ! লাভের দিক দিয়ে এটা হল যে নিশির সাথে এখন কিছু কথা হবে ! আমাদের কাজ ছিল পদ্মা ওয়েল কোম্পানীর অফিসে গিয়ে কিছু ডাটা সংগ্রহ করা । স্যার আমাদের ঐ কোম্পানীর উপর একটা রিপোর্ট তৈরি করতে বলেছিলেন । আমি সিওর ছিলাম যে নিশি বলবে যে আমারতো ঐদিন খুব জরুরী একটা কাজ আছে আমি যেতে পারবো না, তুমি একটু কষ্ট করে যাও না প্লিজ ! আমি সেই রকমই প্রস্তুতি নিয়েছিলাম । কিন্তু আমাকে অবাক করে দিয়ে নিশি বলল যে আমি সময় মত পৌছে যাবো ! ঠিক সময় মতই নিশি হাজির হল ।

কিভাবে যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না ! ওভার ব্রীজটা পার হবার পর যখন রিক্সা নিতে গেলাম নিশি বলল -খুব কি জরুরী কাজ আছে কোন ? -কেন বল না? আমি অবাক হলাম ওর কথায় ! নিশি বলল -না মানে, আবার কবে এমন করে আসবো, তোমার সাথে সময়টা ভাল যাচ্ছিল । আরো কিছু ক্ষন থাকা যেত ! আমি যেন আকাশ হাতে পেলাম । এই মেয়েটা বলে কি ? মনটা আসলেই আনন্দে ভরে উঠল । বললাম -না কোন তাড়া নাই -তাহলে চল । ঐদিকটাতে একটা সুন্দর রাস্তা আছে ।

আমি মাঝে মাঝে আসি এখনটাতে । তোমার ভাল লাগবে ! -চল ! নিশির সাথে হাটা শুরু করলাম ! সত্যি এমন একটা দিন আসবে কখনও ভাবি নি । নিশি হাটছে আমার পাশাপাশি ! বিঃদ্রঃ আজ এই লেখা টা লেখার কোন কথা ছিল না । একটা গল্পের শেষ টার জন্য জানি অনেকেই অপেক্ষা করে আছেন । কিন্তু আমি লিখতে পারছি না ।

মনটা খুব বেশি বিক্ষিপ্ত হয়ে আছে ! কিছুই ভাল লাগছে না । দয়া করে আরো কিছু সময় অপেক্ষা করেন !! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.