যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
টরন্টোতে প্রচুর তুষারপাত হয়। কিন্তু টরন্টোবাসী ইয়োলো নাইফের দিকে তাকিয়ে শান্তনা পেতে পারে - আমাদের স্নো অনেক কম।
টরন্টোর তুষারপাতের একটা পরিসংখ্যান দেখা যাক।
সর্বোচ্চ তুষারপাত হয় ১৯৯৮-৯৯ সালের শীতে।
জানুয়ারী ১৯৯৯ এ তুষার পড়ে ১১৮.৪ সেমি।
বছরের গড় তুষারপাত ১৩০ সেমি।
সেই স্নো পরিষ্কার করার জন্যে সিটির ২,২০০ লোক নিয়োজিত হয়।
স্নো পরিষ্কারের জন্যে বছরের বাজেট ৭০ মিলিয়ন ডলার।
যখন কানাডায় বসবাস শুরু করি তখন একজন বাঙালী বলেছিলেন - উনি রাস্তার দিকে তাকিয়ে আবাহাওয়ার পূর্বাভাস দিতে পারেন। উনি আমাকে অবাক করে দিয়ে বলেছিলেন - সেই রাতে স্নো পড়বে।
আমি লক্ষ্য করলাম উনার গাড়ীর রেডিও বন্ধ। জানতে চাইলাম - টিভিতে পূর্বাভাস দেখেছেন। উনি বললেন - না, রাস্তার দিকে তাকান। দেখলাম সাদা রঙএর কি যে রাস্তায় ছড়ানো। জানলাম - তুষারপাতের আগে রাস্তায় লবন ছড়ানো হয়।
আবার তুষার পরিষ্কার করার পরও লবন ছড়ানো হয়। লবন ছড়ানো আর তার ব্যবস্থাপনার জন্যে সিটিতে একটা আলাদা বিভাগ আছে।
লবন বিষয়ক কিছু পরিসংখ্যান দেখা যাকঃ
টরন্টো শহরের রাস্তার মোট দৈর্ঘ্য - ৫১০০ কিমি
সাইড ওয়াক ( ফুটপাথ) - ৮,২০০ কিমি
ব্রীজ - ৫০০ টি
তাদরে উপর লবন ছড়ানোর জন্যে আছে
২০০ টি লবনের ট্রাক
বছরে ১,৩০,০০০ থেকে ১,৫০,০০০ টন লবন ছিটানো হয়।
সিটি বাজেটে প্রতি বছর ১,৪০,০০০ টন লবন ছিটানোর বাজের বরাদ্ধ হয়ে থাকে।
দূর্ভাগ্য বসত এবারের বছর শুরুতেই ১২৩ সেমি বরফ পড়েছে।
লবন ছিটানো আর বরফ পরিষ্কারের বাজেট শেষ। খবর হলো - আগামীকাল আরো ১০ সেমি বরফ পড়বে। আর মঙ্গলবারে আসছে আরেকটা তুষার ঝড় - সেখানে কমপক্ষে আরো ৫০ সেমি আসছে।
আর আমরা আমাদের বাজেটে গাড়ী গায়ে লেগে থাকা লবন ধোয়া আর উইনসিল্ড ক্লিনিং ফ্লুইড কেনার জন্যে অতিরিক্ত বরাদ্ধের জন্যে তৈরী হচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।