আমাদের কথা খুঁজে নিন

   

টরন্টোর স্কুলে রবীন্দ্রনাথ অন্তর্ভুক্ত হতে যাচ্ছে



টরন্টোর স্কুলে রবীন্দ্রনাথ অন্তর্ভুক্ত হতে যাচ্ছে নতুনদেশ ডটকম বাংলা সাহিত্যের কালজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর টরন্টোর এলিমেন্টারি স্কুলগুলোতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড প্রাথমিক পর্যায়ে গ্রেড ৩ থেকে গ্রেড ৮ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের উপর প্রজেক্ট অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। ভবিষ্যতে হাই স্কুল পর্যায়েও এটি বিস্তৃত করা হবে বলে জানা গেছে। টেগোর এনিভারসারি সেলিব্রেশন কমিটি টরন্টো নামের রবীন্দ্রভক্তদের একটি সংগঠনের দেনদরবারের পরিপ্রেক্ষিতে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল এই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বরে জানা গেছে। এদিকে টেগোর এনিভারসারি সেলিব্রেশন কমিটি কানাডা তথা পশ্চিমের মূলধারার সমাজে নোবেল বিজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথের সৃষ্টি ও কর্মের ব্যাপক প্রচারনার উদ্যোগ নিয়েছে।

সেলিব্রেশন কমিটির অন্যতম সদস্য উত্তম চক্রবর্তী নতুনদেশকে ডটকমকে জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের ষার্ধ জন্মবার্ষিকী পালন উপলক্ষে ‘টেগোর এনিভারসারি সেলিব্রেশন কমিটি টরন্টো’র জন্ম হলেও এর মুল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমে রবীন্দ্রনাথের সৃষ্টি এবং সাহিত্যকর্মকে নতুন করে তুলে ধরা। তিনি বলেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জীবিত ছিলেন,পশ্চিমা সমাজে তাঁর সুখ্যাতি ছিলো। ইদানিংকালে পশ্চিমে রবীন্দ্রনাথ প্রায় অপরিচিত হয়ে উঠছেন,এমনকি অনেকেই তাঁর নামই জানেন না। সেজন্য ধারাবাহিক অনুষ্ঠানাদির মাধ্যমে রবীন্দ্রনাথের শিল্প ও সাহিত্যকর্মকে আমরা মূল ধরায় পরিচিত করে তোলার চেষ্টা করছি। তা ছাড়া ইংরেজীতে একটি ওয়েবসাইটও করা হয়েছে।

http://www.tagore150toronto.ca ওয়েবসাইটের মাধ্যমেও রবীন্ত্রনাথ সম্পর্কিত নানা তথ্যাদি তুলে ধরা হচ্ছে। উত্তম চক্রবর্তী বলেন, এই পরিস্থিতির জন্য বাঙালিরাই দায়ী বলে আমি মনে করি। রবীন্দ্রনাথ ঠাকুরকে পশ্চিমা সমাজে আমরা ভালোভাবে প্রচার করিনি। সেলিব্রেশন কমিটি রবীন্দ্রনাথের সাহিত্য কর্মসহ তাঁর সকল সৃষ্টিকর্ম কানাডার মুলধারায় তুলে ধরার ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে আগামী ২৬ ফেব্রুয়ারি রয়্যাল অন্টারিও মিউজিয়ামে ফ্রেণ্ডস অব সাউথ এশিয়ান এর উদ্যোগে বড় ধরনের কর্মসূচী নেওয়া হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দনাথের নানা সৃষ্টি বহুজাতিক দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরা হবে। সিবিসি’র পিটার আর্মস্ট্রং,পিয়া চৌধুরী প্রমূখ এতে অংশ নেবেন। রবীন্দ্র ঠাকুরের বংশধর সুন্দরম ঠাকুর এর উদ্বোধন করবেন। এছাড়াও আগামী ২৫ জুন টরন্টোতে বড় ধরনের অনুষ্ঠানের আযোজন করা হচ্ছে। তিনি জানান, আগামী নভেম্বর ডিসেম্বর মাসে একটি চলচ্চিত্র প্রদর্শনীর আযোজন করা হচ্ছে।

এতে রবীন্দ্রনাতের উপর নির্মিত ডকুমেন্টারি, রবীন্দ্রনাথের সাহিত্য কর্মকে ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে একটি মাল্টিমিডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হবে যাতে,মূলধারা থেকে বিচারক আনা হবে। প্রসঙ্গক্রমে উত্তম চক্রবর্তী বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে কি ধরনের উদ্যোগ আয়োজন চলছে তা আমাদের ঠিক জানা নেই। তাদের অনুষ্ঠানাদির তথ্য জানতে পারলে আমরা আমাদের প্রচারণায় বিশেষ করে ওয়েবসাইটে সেগুলো অন্তর্ভুক্ত করে মূলধারার জনগোষ্ঠীর সামনে তুলে ধরতে পারতাম। Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।