লেখক/কবি চারিদিকে খুব ধূসরতা চারিদিকে খুব ধূসরতা বনেরা ক্লান্তি নিয়ে দাড়িয়ে আছে বনের গাছেরা গাছের পাতারা ....ধুলোমাখা বাতাসে কীসের যেন ঘ্রাণ মিশে আছে চিনিনা তো বুঝি সেই ঘ্রাণে –বনের পশুরাও পালিয়েছে কোথাও –কোন গাছের ডালপালার আড়ালে –একটাও পাখি নেই নেই পাখির কূজন সব তারা চলে গেছে কোন দিকে যেনও বনটাকে একা ফেলে রেখে মনে হয় খুঁজে কোন লাভ নেই তাদের আর তারপরও মানুষেরা আশপাশের আর এই পথ ধরে ঝিমোতে ঝিমোতে তাদের যান্ত্রিক যানের ভেতরে প্রতিদিনই আসছে.... যেমন এসেছে নিয়ত. ...........ধুলো ওড়ে.... ধোয়ার মতো করে... .... ধোয়া ওড়ে.... তাদের বেহিসেবি স্বপ্নের মত করে সেই সব খুব ধূসরতা, বিবর্ণময়তা ধীরে ধীরে কেবলই যাচ্ছে সরে একেকটা দেয়ালের ওপারে ওপারে কংক্রিটের যেসব আস্তাকুড়ে কেবলই বাড়ছে....... ক্লান্ত বনটা আরো বেশী....খুব বেশি ক্লান্তি নিয়ে দিন দিন প্রতিদিন তার আগেকার সীমানা ছেড়ে কেবলই যাচ্ছে সরে ......... ১৮/০২/১২ সোহরাব সুমন এর পাঁচটি কবিতা পড়তে এইখানে আসুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।