বিশেষ কিছু বলার নাই তবে এটুক বলার আছে খালি খিদা লাগে এমন কি খাইলেও খিদা লাগে :( চারিদিকে শুধু মৃত্যুর খবর আর ভালো লাগেনাঃ(
সন্ত্রাসীর গুলিতে অমুক নিহত
রাজনৈতিক সহিংসতায় তমুক নিহত
বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ছাত্র নিহত
ভুমি নিয়ে বিরোধ গ্রামবাসী নিহত
গাড়ি দুর্ঘটনায় এতো জন নিহত
বস্তিতে আগুন আরও নিহত
গার্মেন্টস এ আগুন শ খানেক নিহত
ফ্লাইওভার ভাঙে কয়েকজন নিহত
লঞ্চ ডুবি অগনিত নিহত
কিছুদিন এগুলা নিয়া হইচই। ।
তদন্ত কমিটি গঠন। ।
সহায়তার আশ্বাস।
।
উপযুক্ত বিচারের প্রতিশ্রুতি। ।
সাংবাদিকের লেখালেখি। ।
তার পর সব শেষ। ।
কয়েক বছর পর আবারও ঘটনার পুনরাবৃত্তি । ।
আবারও লেখালেখি।
।
কিন্তু বিচার আর পাওয়া হয়না। ।
গ্রাম বাংলার একটা কথা আছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। ।
আমাদের সরকারের অবস্থা হোল এরকম ই। ।
মুখে মুখে তারা সব কিছুর সমাধান করে ফেলেন। ।
তবে গতকাল ঘটে যাওয়া ফ্লাইওভার দুর্ঘটনায় একটা কথা না বললেই না সেটা হোল ঠিকাদারি প্রতিষ্ঠানের মিতব্যায়ীতা।
।
তাদের অবহেলার দরুন আজ ঝরে গেলো কতো গুলো প্রান।
আগুন ধরলে নিরাপদে সরে যাওয়ার মত পথ ও অনেক গার্মেন্টস এ থাকেনা। বা থাকেলও তা যথেষ্ট নয়। ।
প্রতিবার আগুন ধরলেই এই বিষয় টি অনেক আলচনা করা হয়। ।
কিন্তু তাতে হয় কি?যে লাউ সেই কদু। ।
আজব এই দেশ আজব এই দেশের সরকার।
।
এদের প্রানের কি কোনই মূল্য নেই?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।