আমাদের কথা খুঁজে নিন

   

চারিদিকে মৃত্যুর রাজত্ব

আহসান জামান

চারিদিকে মৃত্যুর রাজত্ব, ইচ্ছের আহ্লাদে খুলে নিচ্ছে নিরহ জীবন, যাপনের যন্ত্রনায় অদৃশ্য হচ্ছে শববাহকের দল; তাদের পদচিহ্নে শশ্মানের দেশ জাগে একা, বিরহ পাখির ডানায় নামে নেই-জলের তুমুল বৃষ্টিপাত আর নিঃস্বতার ঢল নামে মিছিলের দেশে। অন্ধকারে নামে লাশের গাড়ী, সহিষ্ণু বারুদের গন্ধে উম্মুক্ত পাখিরা আত্মহত্যার মতো শুয়ে থাকে মৃত্যুর কোলে। শিথিল জলের ভেতর কাঁদে এক বোধের ছিন্নতা। স্বপ্নরা ককর্শ রোদে পোড়ে; আনত দিগন্তরেখায় কালোরাত জেগে ওঠে প্রত্যহ যাপনের রূপান্তর। আকুল কান্নার দামে শিশুরা কিনে নেয় সস্তায় রাজমুকুট; রক্তের হলি খেলে, বিষাক্ত কীটের কামড়ে জিতে নিচ্ছে উত্তরাধিকার; দিগ্বজয়ী কালো অন্ধকার; পাথরচুষে মুছে নেয় পাপ; পার্থিব ক্ষণকাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।