্আমার নিজস্ব একটা কষ্ট আছে,আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসেনা ব্লগার রাজীব হায়দার ওরফে থাবা বাবার লেখা কিছুটা পড়ছি।হারামজাদা মরছে ভাল হইছে।হযরত মুহাম্মাদ (সাঃ) কে বলে কিনা আহাম্মক (নাউজুবিল্লা)।এই নাস্তিকটা মরার পরে শাহাবাগীরা ফুল-টুল দিয়া তারে শহীদ উপাধী দিয়েছে।শাহাবাগীরা যদি জানত শহীদ কারে কয় তাহলে তালে শহীদ কইত না।আবার যখন কিছু নাস্তিক ব্লগার কে পুলিশ ধরল তখন শাহাবাগীরা তাদের মূক্তির জন্য আন্দোলন করল।যুদ্ধাপরাধীদের পক্ষে যারা তারা যুদ্ধাপরাধী বুঝলাম কিন্তু যারা নাস্তিকদের পক্ষে তারা কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।