আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধীদের বিচার চাই

Hope is immortal

আর মাত্র একদিন পরই আমাদের মহান বিজয় দিবস। আমাদের অসংখ্য সূর্য সন্তান আর মা-বোনের চরম আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। তাঁদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি। অথচ, সেই সময় এদেশের কিছু দালাল বিশেষতঃ জামায়াত ইসলামী'র গোলাম আযম, মতিউর রহমান নিজামী, মুজাহিদ নেতৃত্বে গড়ে ওঠে রাজাকার, আলবদর, বর্বর পাকবাহিনীর সাথে হাত মিলিয়ে আমাদের মা-বোন আর সূর্য সন্তানদের নির্মম হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। কিন্তু আমাদের অকুতোভয় সূর্য সন্তানেরা সেইসব পশুদের সব পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে সোনার বাংলার বুকে লাল-সবুজের পতাকা এনেছিলেন।

আমরা এমনি এক দুর্ভাগা জাতি যারা ক্ষমতার লোভে সেইসব পশু, ধর্ম ব্যবসায়ীদের এই বাংলার বুকে ক্ষমতা বসিয়েছি, তাদের ইশারায় মহান মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশের সংবিধানে সাম্প্রদায়িকতার লেপন দিয়েছি। অথচ বিগত ৩৮ বছরে সেইসব পশু, ধর্ম ব্যবসায়ী, যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি নি যারা প্রকাশ্যে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধাচ্চারণ করেছিল। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করার শপথ নিয়ে ক্ষমতায় এসেছে। তরুণ নাগরিকরা তাদের ব্যালটের মাধ্যমে এই দেশের বুকে যুদ্ধাপরাধীদের বিচার করার পক্ষে জোরালো আওয়াজ তুলেছে। তাই আর কালক্ষেপন না করে সেইসব চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।

মহান বিজয়ের মাসে একজন নাগরিক হিসেবে স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক মহাজোটের কাছে আমার এই আবেদন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.