"যুদ্ধপাপীদের শাস্তি চাই"
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর GONOSHAKKHOR ফেসবুক গ্রুপ
ব্লগ-এ আমার বয়স তিন মাস তিন সপ্তাহ। আসার পরেই দেখেছি "রাজাকারদের বিচার চাই" "যুদ্ধাপরাধীদের বিচার চাই" নিয়ে অনেক কথা বার্তা, আলোচনা ও সমালোচনা।
ভার্চুয়াল আলোচনা থেকে সেটা রূপ পায় বাস্তবিক আলোচনায়। এবং সর্ব শেষে "গণস্বাক্ষর" এর মত কার্যক্রম এর প্রারম্ভবতা। শুরুর দিকের অনেক ভিন্ন মতাদর্শক/মতাদর্শী পরে সুর পাল্টাতে থাকেন ব্লগে নিজেদের "ইমেজ" (!) রক্ষার্তে।
"যুদ্ধাপরাধী" কে, বা কারা, যুদ্ধাপরাধীর সংজ্ঞা কি? কেন তারা যুদ্ধাপরাধী- এ নিয়ে আলোচনা হয়েছে প্রচুর। যারা এ দেশিয় যুদ্ধাপরাধী, তারা কোন যুক্তিতে এই দেশের স্বাধীনতার বিরোদ্ধ আচরণ করছে, তা কী আমরা জানি না? কোন ইস্যূতে পাকিস্তানি হানাদার নিরিহ বাঙালিদের উপর পাষবিক অত্যাচার করেছে, তা কি আমরা ভুলে গেছি?
আমাদের দাবি ছিল, "স্বাধীনতা"। পরাধীনতার শিঁকল থেকে মুক্তি। কিন্তু সেই দাবিটাকে তারা ধর্মীয় দিকে নিয়ে ইতিহাসের নির্মম তম "গণহত্যা" চালিয়েছিল এই বাঙায়। আমরা কী তা ভুলে গেছি?
একাত্তরের যুদ্ধাপরাধীরা দেশ স্বাধীনের পরেও তাদের হিংস্র থাবা লুকিয়ে রাখেনি।
একেরে পর এক হিংস্রতার প্রমাণ আজো আছে এই বাঙলার বুকে। এখনো ঘটে চলেছে। কিন্তু, যে হাতিয়ার তারা ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে, সে হাতিয়ার তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের আগে পঙ্গু করে দিতে হবে। আর সেটি হচ্ছে "ধর্ম"।
ধর্ম একটি পবিত্র বিষয়।
যদি আমাদের কারো নিজেদের পবিত্র ধর্মের প্রতি নূন্যতম বিশ্বাস, শ্রদ্ধাবোধ থেকে থাকে, তাহলে কী আমাদের উচিৎ এই পবিত্রতম বিষয়টি নিয়ে অন্য কাউকে ছিনি-মিনি খেলতে দেয়া? আমাদের কী উচিৎ আমাদের ধর্মকে অপব্যবহার হতে দেয়া?
আপনারা কী জানেন না, ধর্মকে পূঁজি করে রাজনীতির মাধ্যমে তারা ধর্মকে কতটা কুলোশিত করছে? "আল্লাহর রাস্তায় কাজের নামে যারা মানুষ হথ্যা করে, তাদের কী আপনি ভাল মানুষ বলবেন?"
ধর্ম, সেটা ইসলাম হোক, হিন্দু হোক, আর বৌদ্ধ কিংবা খ্রিষ্টান। ধর্ম পবিত্র বিষয়। ধর্ম হচ্ছে একটি মানুষের বিশ্বাস। আমরা আর আমাদের ধর্মকে, আমাদের বিশ্বাসকে নিয় ব্যবসা করতে দেবনা।
ধর্ম কখনো কোন হানাহানি, কিংবা রক্তের বিনিময়ে কায়েম হয়নি।
যারা সেটা বলে, তারা যেন জেনে রাখে, তারা "মিথ্যাবাদি"। সাম্প্রদায়িক দাঙ্গা-র অভিজ্ঞতা যদি কারো থেকে থাকে, তাহলে তাকে বলছি, "আপনি কী বলতে পারেন, আপনার বিশ্বসে যিনি ঈশ্বর, তিনি কী কখনো হুকুম দিযেছেন, অন্য ধর্মের সাথে সংঘর্ষে জড়াতে, তাকে হত্যা করতে? ধর্মের নামে হত্যা করা কী ধরনের পাপ, সে সম্পর্কে আপনি কী অজ্ঞ??
"ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি" কী আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে না? আপনি আপনার ধর্ম পালন করবেন, আর আপনার ধর্মকে পতিপালন করতে আপনার ঈশ্বর। তবে, কেন আমরা আমাদের পবিত্রতম ধর্মকে অন্যের হাতে তুলে দেব পতিপালনের জন্য? তাহলে তো আমরা আমাদের সৃষ্টিকর্তার প্রতি অসম্মান দেখালাম।
================================================
যারা লিখেছেন, ইসলামের প্রতি বিষাদের কারণে "ধর্ম ভিত্তিক রাজনীতি বা ধর্ম নিয়ে রাজনীতি নিষিদ্ধের দাবি" তোলা হচ্ছে, তারা যেন জেনে রাখে তারা গোড়ামী আর নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে। এখানে নির্দিষ্ট কোন ধর্মের কথা বলা হয়নি।
তবে,যেহেতু বাংলাদেশ ইসলাম অদ্ধুষিত, সেহেতু, এখানে বার বার "ইসলাম" ধর্মের কথা উঠে আসছে।
আর স্পষ্ট ভাষা ভাবে সবাইকে জানানো হচ্ছে যে, এখানে কোন ধর্ম, এমনকী ইসলামকে নিষিদ্ধ করার মতো কুফুরী, অলস-বুদ্ধি বা গোড়ামী করে কোন প্রস্তাবনা করা হচ্ছে না। যারা এ কথা লিখছে, তারা বিষয়টিকে বিতর্কিত করা ছাড়া আর নিজেদের জাহিড়ি করা ছাড়া আর কিছু করছে না।
বরং এখানে বলা হচ্ছে, পবিত্র ধর্মকে আর কেউ যেন নিজেদের স্বর্থের লক্ষ্যে অপ-ব্যবহার করতে না পারে, তার জন্য ব্যবস্থা নেয়ার জন্য। তথা, ধর্ম ভিত্তিক বা ধর্ম নিয়ে রাজনীতি নিষিদ্ধ করারা প্রস্তাব করা হচ্ছে।
================================================
উপরের কথা গুলো পড়ে ও ভেবে মন্তব্য আশা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।