আমাদের কথা খুঁজে নিন

   

সমীকরণ

সমীকরণ - যাযাবর জীবন মেলে না সহজ সমীকরণ কোনো অংকেরই হোক তা সরল বা জটিল কিংবা জীবনের; লসাগু, গসাগু, ক্যালকুলাস মেলাতে পারিনি কখনো পাই এর মান অজানা এখনো; যাদব ঘোষ, পিথাগোরাস কিংবা আর্কিমিডিস এর সূত্র সব গুলিয়ে যায় মাথার ভেতর একসাথে জোট পাকিয়ে সমীকরণ মেলানোর চেষ্টায় অঙ্ক মেলে না অসমাপ্ত সমীকরণ সমাপ্তি চায়। সমীকরণ মেলে না জীবনেরও মেলাতে গিয়ে জীবনে সরল অংকগুলো অথৈ জলে হাবুডুবু খেয়ে যাচ্ছি সম্পর্কের মাকড়শার জালে অঙ্কগুলো কেমন আবদ্ধ হয়ে থাকে একটি জট খুলতে না খুলতেই জড়িয়ে যায় নতুন করে মাকড়শার লালা গ্রন্থি নিঃসৃত সুতোয় পুরনো বোনা জালের সুতাগুলো কখন যে ছিঁড়ে গেছে অন্যদিকে বুঝেও উঠতে পারি না; জীবনের লাভ ক্ষতির হিসাব করিনি কখনো ভেবেছি জীবন তো জীবনই হয়তো এভাবেই চলে, এভাবেই চলবে; নতুন সম্পর্কের আগমন হয়তো নতুন কোনো অঙ্কের সূত্র সে যাদব ঘোষ কিংবা পিথাগোরাস যারই হোক না কেন নিয়মের সূত্রে ফেলে দিলেই সূত্রের ধারায় অঙ্কের মিলবেই; জীবনের শেষপ্রান্তে এসে আজ নতুন করে বোধোদয় হয় জীবনের হিসেব মেলাতে গিয়ে হিসেব আসলে মেলে নি কখনোই অঙ্ক কিংবা জীবনের সমীকরণে। এখন আর নতুন কোনো সমীকরণ করি না অঙ্কের কিংবা জীবনের পুরনো অনেকগুলো সমীকরণ মেলানো বাকি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।