আমাদের কথা খুঁজে নিন

   

সমীকরণ ও আমি.....

ওয়ারা

জানো তুমি.. ঠিক কতোটা কাঁদলে,আমাকে রক্তাক্ত বলা হবে? ঠিক কতোটা হাসলে,আমি অস্তিত্বহীন হব? ঠিক কতোটা ভালোবাসলে, এক মহাসমুদ্র কিংবা এক মহাবিশ্ব হবে....? আমি জানিনা... জ্যামিতির মাপ ঝোঁক বুঝে আর পরিমিতির পরিমাপ বুঝে চলা, আমার পক্ষে সম্ভব না......। আমার সরল ভাষায় সরল স্বীকারোক্তি... যতটা ভালোবাসলে পুড়তে পুড়তেও জ্বলে ওঠা যায়, কাঁদতে কাঁদতেও অট্বোহাসিতে ফেটে পড়া যায়, ধ্যান,ধারনায়,প্রার্থনায় প্রতি মুহূর্তে স্মরণ করা যায়... ঠিক ততোটা ভালোবাসি তোমাকে...............।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।