আলম সিদ্দিকী
প্রীতিভাজনেষু
সুখেই আছি। আয়েশে বাঁচার চুক্তি মেনে
মুষল বারিপাত বন্ধ রাখে যুদ্ধমিনার।
কেঁচো খুড়তে সাপ যদি বের না হবে
তবে ভাঙ্গা আকাশের গলায় বরমাল্য কেন
আফ্রোদিতির ? জল ও জলচরের দৌরাত্যে
অবসর অঢেল সময় বাক্সে পুরে
মেটাফিজিক্যাল মিথস্ক্রিয়া।
প্রতিনিয়ত মহড়ায় ভাঙ্গে ভাঙ্গা আকাশের গতর :
শৈশবে ভগ্নাংশে মার খায় যে শিশু
তার হিসাব সৎকারে নির্ভুল ; জানে সে
এক টাকার খুচরা একশ পয়সা
একটি সুখ একশ দুঃখ।
রচনাকাল : ২১/৮/২০০৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।