আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি সত্যি ভালোবাসি আমাদের দেশকে?????

আমি একজন বাঙালী । আমি একজন বাংলাদেশী । ১৯৫২ - তে আমার ভাইয়েরা রক্তের দামে বাঙলা ভাষা পেয়েছি । ১৯৭১ - এ ৩০ লাখ ভাইয়ের জীবন আর ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন দেশ , একটি পতাকা ...............................। সেই দেশের নাগরিক আমরা । মাঝে মাঝে সোজা হয়ে দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীতে গাই"................আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি........................"। সত্যি কি আমরা ভালোবাসি আমাদের সোনার বাংলা কে??????????????? সত্যি কি আমরা মনে রেখেছি আমাদের ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী.........???? যদি মনেই রাখতাম তাহলে কি আমাদের এই সোনার বাংলাতে খুন হতো ৫ বছরের শিশু কিংবা দেশের সম্পদ অবলীলায় তুলে দিতে পারতাম বিদেশী বেনিয়া গোষ্ঠীর হাতে................??? পারতাম কি আমাদের শিশুদের মুখে খাবার তুলে দেবার সময় ডোরেমন কার্টুন দেখানোর লোভ দেখাতে........?????? পারতাম কি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে হিন্দী কিংবা ইংলিশ গান বাজাতে...................?????? তাই আজ মনে প্রশ্ন জাগে আমরা কি সত্যি ভালোবাসি আমাদের অভাগা বাংলা মাকে?????? আসুন না একবার ভালোবাসি আমদের প্রাণের বাংলা মাকে.................মায়ের ভাষা বাংলা ভাষাকে.....................। নিজের মাকে আমরা আর কতো কষ্ট দেবো??????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.