বছরের প্রথম ছাতা মাথায় রাস্তায় নামা , বছরের প্রথম ছাতায় বৃষ্টির টিপ টিপ শব্দ শোনা ;পুনশ্চ - পলিটিকাল ব্যাপার নিয়ে আর ব্লগ দিবনা, সবাই আমার ভাই , সত্যি কথা বললে কোন পক্ষের কোন ভাইকে কষ্ট পাবে সেটা দিতে চাইনা :) নিজ দেশে নিজেরা হানাহানি করলে অন্য দেশ কিভাবে সুযোগ খোঁজে তার উধাহারণিজেরা কাম্রাকাম্রি করে নিজেদের কবর বাংলাদেশিরা আর কত খুরবে??? আমরা কি কোনদিন ই নিজের ভাল বুঝবনা!!! এর পর দালাল রা বলবে ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ!!! আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান আবার ভারতের সঙ্গে মিশে যাবে বলে মন্তব্য করেছেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি মারকান্ডে কাতজু। হায়দ্রাবাদে ‘রিপোর্টিং টেরর: হাউ সেন্সেটিভ ইজ মিডিয়া’ শীর্ষক এক সিম্পোজিয়ামের প্রশ্নোত্তরে এ কথা বলেন কাতজু। পাকিস্তানকে “ভুয়া দেশ” হিসেবে উল্লেখ করে বিচারপতি মারকান্ডে কাতজু দাবি করেন, পাকিস্তান ও বাংলাদেশ একদিন ভারতের সঙ্গে এক হয়ে মিশে যাবে। এ জন্য ১৫ থেকে ২০ বছর সময় লাগতে পারে। তিনি আরো দাবি করেন, যারা ভারতকে ভাগ করেছিল তারা সহজে এ দু’দেশকে ভারতের সঙ্গে এক হতে দেবে না। ভারতকে যারা ভাগ করেছিল তারা এখন এ সব দেশের সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে চায় বলেও উল্লেখ করেন তিনি। বিচারপতি মারকান্ডে কাতজু বলেন, ভারত যেন শক্তিশালী শিল্পোন্নত দেশে পরিণত হতে না পারে যে জন্য হিন্দু এবং মুসলমানদের মধ্যে লড়াই লাগিয়ে রেখেছে ব্রিটিশরা। তিনি বলেন, বর্তমান সময়ের তিক্ত বাস্তবতা হলো- ভারতের শতকরা ৮০ ভাগ হিন্দু এবং ৮০ ভাগ মুসলমান সাম্প্রদায়িক মনোভাবাপন্ন। হিন্দু-মুসলমানদের মধ্যে নানা পার্থক্য থাকা সত্ত্বেও ১৮৫৭ সাল পর্যন্ত কেউ সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ছিল না।# লিঙ্ক Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।