আমাদের কথা খুঁজে নিন

   

"মুখোশে মহানগর"

ইট-পাথরের এই নগরে- বেঁচে থাকাই দায়, সুখের খোঁজে খুব সহজেই- দুঃখ পাওয়া যায়.. জীবন এখানে দৌড়ে চলা- থেমে থাকাই শেষ, ক্ষণে ক্ষণে ব্যস্ত নগর- বদলায় তার বেশ... এই নগরের বাসিন্দারা- মুখোশ পরে চলে, মুখোশ পরা মানুষগুলো- কতোনা কথাই বলে... হঠাৎ আসে ভালবাসা - হারিয়ে চালচুলো-- খুলে রাখা মুখোশে- জমা পরে ধূলো.... ভালবাসা হারিয়েও যায়- এই নগরের ভীড়ে- অদ্ভুত এক আঁধার নামে- ব্যস্ত নগর জুড়ে... ভুলে থাকা এই নগরেই- বাঁধতে হবে বাসা, ভেঙ্গে যাওয়া মনে বাঁচে তাই- এই একটাই আশা- সুখে থাকার মুখোশ- আবার পরবো তোমায়- যান্ত্রিকতার অন্তরালে- লুকিয়ে রেখো আমায়.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।