মন নামের ডাকবাক্সে বদ্ধতালা ঝুলিয়ে, একা পথে হেঁটে চলা মরুভূমির খোঁজে
আমরা সবায় নিজেদের আধুনিক মনে করি। নিজেদের কুসংস্কারমুক্ত ভেবে থাকি। নারী পুরুষ সমান অধিকারের জন্য লড়াই করি। কিন্তু আমাদের আচরণ খুব অদ্ভুত , একেবারে বিপরীত!
স্যাড বাট ট্রু, আমরা নিজেরা আমাদের বাবা মা কে গালি দিতে যেটুকু দ্বিধা বোধ করি না যেটুকু একটা মেয়ে যখন একটা ইভ টিজার কে গালি দেই তখন করি!
আমরা জানি যে স্মোকিং কাজেজ ক্যান্সার। তবুও নিজেরা সিগারেট খাই।
কিন্তু একটা মেয়েকে একই জিনিস ফুকতে দেখলে আমাদের গা চুলকায়। দেশ উচ্ছন্যে যাওয়ার চিন্তা মাথায় কাজ করে, ভেতরের ট্রিপিকাল বাঙ্গালী(!) জেগে ওঠে!
আমরা প্যান্ট এমন অবস্থানে পরিধান করি মাঝে মাঝে যে, গোপন অঙ্গ আর একটু হলেই বেড়িয়ে আসে। কিন্তু একটা মেয়েকে টি'শার্ট পড়তে দেখলে মনে মনে মজা নিয়ে, মুখে এমন কোন গালি নেই যা তাকে দিতে বাদ দেই না!
আমরা একটা মেয়ে ভার্জিন না শুনলে যে পরিমাণ রিয়েক্ট করি, একটা মেয়ের ভার্জিনিটি নেওয়ার সময়ও অতটা রিয়েক্ট করি না!
আমরা একটা বিয়ের সময় পাত্রপাত্রী খুঁজি। কালো ছেলে হলে যোগ্যতার কথা মাথায় এনে ঠিকই রাজি হই। একই সময় একজন যোগ্যতা সম্পন্ন মেয়ের গায়ের রঙ শ্যামবর্ণ হলে প্রচলিত নিয়মানুযায়ী বিয়ের পরিবর্তে একরাশ যৌতুক চেয়ে বসি।
মেয়ে দেখলে "তেঁতুল' বলে টিজ করি। এই মেয়েই যখন আমাদের টিজ এর বদলে পাল্টা জবাবে কিছু একটা বলে বসে, তখন আমরা মেয়ের বাবা মা কিংবা পরিবারের দেওয়া শিক্ষা নিয়ে প্রশ্ন তুলি।
স্যাড বাট ট্রু, আমরা সবায় আধুনিক, নারীবাদি, সমাজ সংস্কারকের মুখোশ পরে থাকি! আমাদের আসল চেহারাটা শফী হুজুর থেকে আলাদা কিছু না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।