আজ একটা গল্প শুনাব। ঠিক যেন শেষ বিকাল এর মত ১. প্রচণ্ড জ্যামে আপনি বাসে বসে আছেন গন্তব্য খুব বেশি দূরে নয়। প্রায় আধ ঘণ্টা ধরে বাসে বসে আছেন। অনেকটা বিরক্ত হয়ে বাস থেকে নেমে পড়লেন ঠিক সেই মুহূর্তে দেখতে্ পাবেন না বাস চলতে শুরু করেছে কোথায় জ্যাম রাস্তা পুরো ফাকা। কিন্তু শত চেষ্টা করলে ও আপনি বাসে উঠতে পারবেন না কারন টিকেট এর বাস একবার নামলেই টিকেট এর মেয়আদ শেষ।
২. জরুরী ভিত্তিতে আপনাকে এক জায়গায় যেতে হবে অনেক তড়িঘড়ি করে তৈরি হলেন কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় দেখেন মানিব্যাগটা পকেটে নেই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলেন মানিব্যাগ কোথাও নেই। কারো সাহায্য ছাড়া ৫ মিনিটের আগে আপনি সেই মানিব্যাগ খুঁজে পাবেন না।
৩. আপনার আপাত বাসস্থান মেসবাড়িতে। প্রতিদিন ভোর ৬টা বাজলে উঠেন সবাই তখন গভীর ঘুমে আচ্ছন।
একদিন সকালে আপনার প্রকৃতি আপনাকে ডাক দিল এবং প্রকৃতির ডাকে সারা দিতে উপস্থিত হলেন বাথরুমে কিন্তু একি আজ দেখি সবাই ঘুম থেকে উঠে সিরিয়ালে দাড়িয়ে আছে।
৪. আপনার ক্লাসের শেষ ব্রেঞ্ছের আগের ব্রেঞ্ছের স্টুডেন্টটা যাকে দেখলে আপনি নাক সিটকাতেন অনেক দিন পর রাস্তায় তার সাথে দেখা। পুরনো বন্ধুর সাথে গল্প করতে গিয়ে জানতে পারবেন উনি আপনার চেয়ে অনেক উচু পোস্ট এ জব করছে।
৫. অনেকদিন পর সংকল্প করলেন আজ কম করে হলেও ১ ঘণ্টা পড়ালেখা করবেন, করলেন ও তাই কিন্তু দুঃখের বিষয় কেও আপনাকে দেখতে আসল না কিন্তু ১ ঘণ্টা পর নিজেকে বললেন অনেকত পরলাম দেখি সালেকা বানু ফেসবুকে কোন পোস্ট দিছে নাকি ঠিক সেই মুহূর্তে আপনার আব্বা আপনার ঘরে ঢুকবে কলম নেয়ার জন্য।
৬. আপনার বন্ধুরা অনেক সাজেশন জোগাড় করে পরীক্ষার আগের রাতে এবং কেমন করে যেনতা পরীক্ষায় কমন ও পরে কিন্তু পরের দিন আপনি সাজেশন জোগাড় করুন দেখবেন কমন পরা বন্ধ হয়ে গিয়েছে।
৭. উপরের ৬ টা পয়েন্ট ফালতু কিন্তু দুঃখের বিষয় হলে ও সত্যি আপনি তা নিজের জীবন এর সাথে মেলানোর চেষ্টা করতে এখন ব্যাস্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।