আমাদের কথা খুঁজে নিন

   

সত্য জানুন। চোখ বন্ধ করেই মিথ্যা প্রচারণাকে সত্য ভেবে নিবে না।

জানতে চাই, জানাতে চাই কিছুদিন ধরে ফেসবুকে উপরের ছবিটি অনেককেই শেয়ার দিতে দেখতেছি, একটি দুই টুকরা হওয়া ভবনের ছবি। তার নিচে এমন কিছু লেখা আছে, “১৮ সেপ্টেম্বর ২০১২ এই সিনেমা হলে নবী (স) কে অপমানকৃত সিনেমাটি প্রদর্শনের প্রস্তুতি চলছিল ঠিক সেই মুহূর্তে পুরো এলাকাটি মাটিতে দেবে যায়!! আর সিনেমা ভবনটি মাঝখান থেকে ২ ভাগ হয়ে যায়। ” কিন্তু এ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা আর বানোয়াট। সত্য ঘটনাটি হলো- ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি চিলি তে ভুমিকম্প হয়, যা রিক্টার স্কেলে ৮.৮ মাত্রার ছিল। তখন এই ভবনটি ক্ষতিগ্রস্থ হয়।

এই লিংকে গেলে আপনারা সত্য ঘটনাটি জানতে পারবেন। কিছু ভণ্ড এবং মিথ্যাবাদী ফেসবুক পেজ এডমিনরা তাদের নিজেদের পেজের পোষ্টে লাইক, কমেন্ট আর শেয়ার পাওয়ার জন্য এইরকম জঘন্যতম মিথ্যা প্রচারণার আশ্রয় নিচ্ছে। তারা আমাদের সবার ইমোশনকে নিয়ে খেলছে এবং আমাদেরকে বোকা বানাচ্ছে। তাই সবাইকে বলছি- সত্য জানুন। চোখ বন্ধ করেই মিথ্যা প্রচারণাকে সত্য ভেবে নিবেন না।

আর এইসব ভণ্ড এবং মিথ্যাবাদী ফেসবুক পেজ এডমিনদের বিরুদ্ধে সোচ্চার হউন। এইটা ব্লগে আমার প্রথম লেখা। তাই কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.