আমাদের কথা খুঁজে নিন

   

সামুর সেরা গালিবাজ নির্বাচেন ভোট দিনঃ সামুকে জঞ্জাল মুক্ত করুন

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি সেরা গালিবাজ নির্বাচনের জন্য কিছুক্ষন আগে একটা পোস্ট দিয়ে ছিলাম, পোস্ট দেবার ৪ মিনিটের মাথায় সেই পোস্ট প্রথম পাতা থেকে গায়েব এমন কী আমার ব্লগ থেকেও। তা হলে কি সামু কর্তৃপক্ষ গালিবাজদের লালন করছেন আর সামুকে করছেন গালিগালাজের অভায়রণ্য। উল্লেখিত পোস্টের কিছু অংশ নিম্নে দেওয় হলো" "ইদানিং গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, সম্প্রতি সামুতে ব্যাপক হারে পোস্ট প্রসব হচ্ছে। অধিক হারে পোস্ট আসার কারণে কিছু কিছু অসম্পূর্ণ ভাবে জন্ম লাভ করছে। এদের কোনটার মস্তিস্ক, কোনটার হাত,পাঁ এমনকি চোঁখ বিহীণ জন্ম নিতে বাধ্য হচ্ছে।

কেউ কেউ শুধুমাত্র শিরোনাম, কেউ ২/৩ বাক্য আবার কেউ কেউ একটি ছবি দিয়ে পোস্ট প্রসব করছেন। এতে কিছু ব্লগার ও পাঠক ভিষণ বিরক্তও উষ্মা প্রকাশ করছেন। অনেকে শালীণভাবে এই সকল ব্লগারদের তিরস্কার বা সমালোচনা করলেও কিছু কিছু ব্লগার অশালীন, অশ্রাব্য ও অশ্লীল ভাষায় তাদের তো বটেই তাদের বংশ পরিচয়ও তুলে ধরছেন সামু সমুক্ষে। এতে অনেকে বিব্রত হচ্ছেন, কেউ কেউ সামু কর্তৃপক্ষের কাছে নালিশ জানাচ্ছেন আবার কেউ কেউ মান সম্মান নিয়ে সামুকে গুড বাই জানিয়েছেন এবং তাদের পদাঙ্ক অনুসরণ করতে অনেকেই পাইপ লাইনে আছেন। সম্প্রতি খাঁ এবং খাঁনের বিবাদ আপনারা দেখেছেন, কেই আবার তাদের বিবাদকে সম্বল করে ঘোলা পানিতে মাছ শিকারে ব্রত হয়েছেন।

সামুর এহেন নাজুক পরিস্তিতিতে আমি সামুর সকল ব্লগার, পাঠকদের কাছে একটি প্রস্তাব পেশ করছি। আমরা সকলে মিলে সবচেয়ে বেশী গালিবাজ ব্লগারকে চিহ্নিত করে সামু থেকে বহিস্কার করার লক্ষ্যে নির্বাচনের ব্যবস্থা নিতে পারি। ওপেন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে যাতে কারচুপির প্রশ্ন না ওঠে। শ্রেষ্ঠ গালিবাজ, রানার্স আপ গালিবাজ, তৃতীয় ও বিশেষ গালিবাজ মোট ৪টি গালিবাজকে চুড়ান্তভাবে নির্বাচিত করা হবে। " গালিবাজ নির্বাচনের পদ্ধতিঃ ১।

শ্রেষ্ঠ গালিবাজঃ সংশ্লিষ্ট পোস্ট না পড়েই যিনি অযতা উত্তেজিত হয়ে অশালীন, অশ্রাব্য ও অশ্লীল বাক্য দিয়ে মন্তব্য করেন। তার পোস্টের মন্তব্য তার পক্ষে না গেলে যিনি একই আচরণ করেন তিনিই হবেন শ্রেষ্ট গালিবাজ। ২। রানার্সআপ গালিবাজঃ এই ব্লগারও তার সিণ্ডিকেটের ব্লগাররা যে পোস্টে গালিগালাজ করেন, তিনিও শুধুমাত্র তার মন্তব্যের অন্ধ সমর্থন করে গালিগালাজ করতে থাকেন। অশালীন, অশ্লীল ও অশ্রাব্য মন্তব্য করতে কখনো্ই পিছপা হন না।

৩। তৃতীয় গালিবাজঃ যিনি গালিগালাজ করেন তবে কিছুটা ভদ্র ও শালীন ভাষাও বাক্য ব্যবহার করেন। তবে সুযোগ পেলে কম যান না। ৪। বিশেষ গালিবাজঃ গালিগালাজ করেন তবে তা শুদ্ধ ও শালীনতার মধ্যে।

এই ৪ শ্রেনীর গালিবাজদের চিহ্নিত করে নাম প্রস্তাব করতে পারেন। যাতে করে বেশী ভোটে তাদের নির্বাচন করে সামু ছাড়া করতে মডুদের দৃষ্টি আকর্ষন করতে পারি। সতর্কতাঃ এই পোস্টও অতিসত্বর গায়েব হবে বলে আমার ধারণা, সুতরাং তাড়াতাড়ি নাম সাজেস্ট করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.