মাননীয় প্রধানমন্ত্রী লোডশেডিং এর যন্ত্রনা কি করে বুঝবেন? তার বাসভবনেতো লোডশেডিং হয়না। আর কি পরিমান লোডশেডিং বর্তমানে হচ্ছে তাও বুঝার ক্ষমতা তার নেই। কারন তিনি যাদের কাছ থেকে ইনফরমেশন পান সে সকল আনাডী উপদেষ্টারা উনাকে সঠিক তথ্য দেননা। কাগজে কলমে বর্তমান সরকার অনেক বিদ্যুৎ উপাদন করছে। কিন্তু বাস্তবতা তার বিপরীত। উনার নিট & ক্লিন দুর্নিতিবাজ যে সকল মন্ত্রী বিদ্যুৎ উতপাদনের মহৎ দায়িত্ব প্রাপ্ত হয়েছে সে সকল চানাচুর কোম্পানি & ফার্নিচার কোম্পনির মালিকরা বিদ্যুত উতপাদনের পরিমান সম্পর্কে যে সকল আওল ফাওল তথ্য প্রধানমন্ত্রীর কাছে দেন সেগুলো শতভাগ মিথ্যা। বর্তমান পরিস্থিতিতে এ চরম সত্যটুকু দেশের সধারন জনগনের বুঝতে সমস্যা হয়না। মাগার এ কথা প্রধানমন্ত্রী কোন ভাবেই বুঝতে পারেননা কারন তার বাসায় লোডশেডিং হয়না। লোডশেডিং এর পরিমান এবং এর যন্ত্রনা সম্পর্কে প্রধান মন্ত্রীকে যথাযথ ভাবে ওয়াকিবহাল করবার জন্য প্রধানমন্ত্রীর বাসভবনেও লোডশেডিং এর ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।