বসে আছি পথ চেয়ে....
লোডশেডিং। বিদ্যুত বিভ্রাট। অন্ধকার। সঙ্গে দেশব্যাপী তাপদাহ। অসহ্য ভ্যাপসা গড়ম।
আরো রয়েছে জিনিসপত্রের আকাশছোঁয়া দাম। রয়েছে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার উত্তেজনা। সব মিলিয়ে চরম গড়ম পরিস্থতি।
আমরা অন্য সব বিষয়কে তুচ্ছ বিবেচনা করে শুধু লোডশেডিং নিয়ে একটু গালগপ্প করবো। দেহের সঙ্গে আত্মার, তামাকের সঙ্গে ফিল্টার, জামায়াতের সঙ্গে বিএনপির, মতার সঙ্গে প্রতারণার যে অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়েছে, আমাদের জীবনের সঙ্গে বিদ্যুত বিভ্রাট বা লোডশেডিংয়েরও তেমনি নিবিড় সম্পর্ক।
সব মাসে সব ঋতুতে সমান বিদ্যুত বিভ্রাট। বিগত জোট সরকার আমাদের জন্য লোডশেডিংয়ের স্থায়ী বন্দোবস্ত করে গেছে। প্রতিদিন অসহনীয় মাত্রায় লোডশেডিং হচ্ছে, সেই সঙ্গে হচ্ছে এ বিষয়ে গভীর অনুসন্ধান ও গবেষণা। বিদ্যুত সঙ্কট কেন হচ্ছে, সমস্যা থেকে উত্তরণের জন্য কার কি করার কথা, এ ব্যাপারে কে কি করেছে, না করলে কেন করেনি, বিদ্যুত সেক্টরে দীর্ঘদিন ধরে বিরাজমান এ সমস্যা সমাধান না হওয়ার জন্য দায়ী কে, সংকট উত্তরণের জন্য কী করতে হবে বা কী করা উচিতÑ এসব বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। শুধু এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না।
ফলে বিদ্যুতহীনতার অন্ধকারও কাটছে না।
বিদ্যুত শূন্যতার বিরহে আমাদের কবি, সাহিত্যিক, লেখক, কলামিস্ট, সাংবাদিকরা রাগ-দুঃখ ক্ষোভে-অভিমান সব মিলিয়ে রবীন্দ্র রচনাবলীর মতো খণ্ডের পর খণ্ড লিখে চলেছেন; কিন্তু তাতে অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আগামীতে এর কোনো পরিবর্তন হবে এমন আশাও নেই। তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি ও খনিজ উপদেষ্টা তপন চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন যে, আগামী বছরের আগস্ট-সেপ্টেম্বরের আগে বিদ্যুত সরবরাহ পরিস্থিতির উন্নতি করা সম্ভব হবে না।
অবশ্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যাত্রার শুরুতে বিদ্যুত সরবরাহ ব্যবস্থা উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছিল।
কিন্তু ব্যবহারের ক্ষেত্রে কৃচ্ছ্র সাধন ছাড়া তত্ত্বাবধায়ক সরকার বিদ্যুত উৎপাদন ও সরবরাহ বাড়ানোর কার্যকর কোনো পদক্ষেপ এখনো নিতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকার বিদ্যুত পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে কার্যত অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। সরকার কখনো ভারত থেকে বিদ্যুত আনার ঘোষণা দিচ্ছে। আবার কখনো নেপাল, আবার কখনো ভুটানে জলবিদ্যুত প্রকল্প বাস্তবায়ন করে সেখান থেকে বিদ্যুত আনার পরিকল্পনার কথাও জানাচ্ছে দেশবাসীকে। এ দিকে দেশবাসীর ত্রাহি-মধুসুদন অবস্থা।
পরিবর্তন অবশ্য একটা হয়েছে বটে, আগে মাঝে মাঝে বিদ্যুত যেত, আবার ফিরেও আসত। এখন আর বিদ্যু যায় না, মাঝে মাঝে আসে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।