আমাদের কথা খুঁজে নিন

   

!!!!!সংগ্রাম!!!!!

আমার পৃথিবীতে তোমাকে আজ স্বাগতম এ আমার হৃদয়ের কথা কালো মায়ার আবরনে ভেসে আসা দেয়ালের ওপাড়ে কত কান্না শুনি ইচ্ছে করে জানতে আমার কত রঙের হাতছানি। আমি সপ্ন বুনি প্রতি মুহূর্তে আঁধারের সাথে শিকল ভাঙ্গার গান গাই প্রতিরাতে সুদিনের স্বপ্ন দেখি মনের মায়াতে আঁধার ভেঙ্গে সকাল আনি হৃদয় ছায়াতে। স্বপ্ন তবু বালুচর,আঁধার নিয়ে জীবনভর কালো ছায়ার মুক্তি নিয়ে কোথায় তুমি হারিয়ে গেলে আমি একলা কবো কথা,হৃদয় ভাঙা ঝরে কোথায় এই কথোপকথোনের শেষ,খুব জানতে ইচ্ছে করে। চার দেয়ালের মাঝে বন্দী এক ভ্রমরা চোখে তার বিষ জমেছে আর্তনাদের সুরে গান গেয়ে যায় জলতরঙ্গের হাতরিয়ে বেড়ায় নিজের ছায়াকে প্রশ্ন তার মনে কোথায় এই মৃত্যুর শেষ এতবার মরেও কি হয়নি পূরণ বেঁচে থাকার লেশ। আকাশে আজ মেঘ জমেছে বৃষ্টি আজ নৃত্য ধরেছে তবু আজ ঝরের ভয়ে ভীত কার মনের আবেগ শিকল বাঁধা গানের পাগলা দোলায় ভেঙ্গে যাবে সব ভয় অন্ধ মানবতা ফেলে দিয়ে শুরু কর তোরা গান ধ্বংসের যত স্মৃতি আছে করে দেবো সব ম্লান সাদা মানুষের ছোঁয়ায় সব হয়ে যাবে চিরসত্য ভয় পাবো কেন মোরা আর,এই জীবনই যখন অভিশপ্ত আজ আঁধারের দুয়ার খুলে এসেছি আলোর পথে অন্ধ মানবতা ঝেড়ে ফেলে দেবো বৃষ্টি মাতার কাছে হাতে নিয়ে মশাল ছুটে চলি আজ সৃষ্টির পারাবারে স্বাধীনতা আজ ছিনিয়ে আনবোই এই মৃত্যুর কারাগারে।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.