ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ আজ জেগেছে লাখো জনতা জয় বাংলা ধ্বনিতে। প্রকম্পিত আকাশ-বাতাস। ৭১'এ যে প্রজন্ম এনেছে ছিনিয়ে স্বাধীনতা, তাঁরই পরবর্তী প্রজন্ম গর্জেছে আজ রাজাকার মুক্ত দেশ পাবার আশায়। তাই এবারের সংগ্রাম- রাজাকার মুক্ত দেশ গড়ার সংগ্রাম, এবারের সংগ্রাম জামায়াত নির্মূল করার সংগ্রাম। একটি স্বাধীন রাষ্ট্রে এমন দেশদ্রোহী-এমন টেররিস্ট দল থাকতে পারে না।
যারা নিরীহ জনগণের ওপর নির্মম আক্রমন করে হত্যা করে, তাদের খোলা আকাশের নিচে ছেড়ে দেয়া যায় না। এদের প্রতিহত করে নির্মূল করাই স্রেও। এই প্রজন্ম যতক্ষণ একজন রাজাকারও অবশিস্ট থাকবে, রাজাকার আল বদরের দল রাজনীতির নামে অরাজকতা করবে, তাদের বিরুদ্ধে আন্দোলন করেই যাবে।
যারা এই দলকে আস্রয় প্রস্রয় দেবে, এই দেশের মানুষ কখনি তাদের ক্ষমা করবে না। ইতিহাস কাওকে ক্ষমা করেনি, করবেও না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।