আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে মুক্তিযুদ্ধঃ ঐতিহাসিক ৭ ই মার্চ১৯৭১ , মুজিব দিলেন স্বাধীনতার ঘোষনা .. '' এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ''

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

Click This Link ১ মার্চ ৭১, Click This Link ২মার্চ ৭১, Click This Link ৩ মার্চ ৭১, Click This Link ৪ মার্চ ৭১, Click This Link ৫ মার্চ ৭১ , Click This Link ৬ মার্চ ৭১ । Click This Link ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন টেক্ট & ভিডিও । আজ ঐতিহাসিক ৭ ই মার্চ । বাঙ্গালী জাতির ইতিহাসের এক অবিস্মরণীয় দিন । ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিষ্হানী সামরিক জান্তার শোষন বন্ঞনার বিরুদ্ধে দীর্ঘ ২৪ বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের পর বাঙ্গলী জাতির চুড়ান্ত মুক্তির ডাক দিলেন ।

৭১'র এই দিনেরেসকোর্স ময়দানে পাকিস্হানী শাষক গোষ্টির নানা ধরনের কুটচালের বিরুদ্ধে রেসকোর্স ময়দানের সেই জনসমুদ্রে দাড়িয়ে বাঙ্গালী জাতির মুক্তি সংগ্রামের প্রতিক বঙ্গবন্ধু সে দিন দৃপ্তকন্ঠে ঘোষনা করেছিলেন বাঙ্গালীর মুক্তিসংগ্রামের ঐতিহাসিক মহাকাব্যের সেই অমর বানী, ''এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ''। বঙ্গবন্ধু ৭ ই মার্চ তাঁর ঐতিহাসিক ভাষনে সবাইকে নির্দেশ দিলেন,'' যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো । মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, এ দেশের মানুষকে মুক্তকরে চাড়বো ইনশাল্লাহ''। মুলতঃ এই দিন থেকেই বাঙ্গালীর মুক্তি সংগ্রামের প্রস্তুতি শুরু হয় । যার পথ ধরে আসে আমাদের মহান স্বাধীনতা ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।