অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। শুনেছি আমার খোকা এখন আর, বল নিয়ে খেলে না
মরনাস্ত্র এখন তার প্রিয় খেলনা
আমার বুকে মাথা রাখার সময় হয় না
তাই ঘুমোতে গেলে ঔষধের বিষ করে বায়না ।
বিশ্বাস করো, আমার খোকা, এমন ছিল না
ছায়া দেখলেই ভয় পেত, মানুষ মারার প্রশ্নই ওঠে না ।
পত্রিকাতে ওর নাম, রোজ হেডলাইন হয়
নামের পাশে কিলার শব্দ নাকি দারুন শোভা পায়
সবাই তাকে ঘৃণা করে, মোস্ট ওয়ান্টেড তাই
আমি কিন্তু জায়নামাজে বসে ছেলের প্রান ভিক্ষা চাই ।
বিশ্বাস করো, আমার খোকা, এমন ছিল না
ছায়া দেখলেই ভয় পেত, মানুষ মারার প্রশ্নই ওঠে না ।
মাঝে মাঝে ফোন করে, ঠিকানা বলে না
বাবা বলে ডাকলেই চোখে নেমে আসে বন্যা
যদি কোথাও এনকাউন্টার হয়, কোনও অভিযোগ নাই
আমার খোকার লাশ ফেরত দিও এতটুকু শুধু চাই ।
বিশ্বাস করো, আমার খোকা, এমন ছিল না
ছায়া দেখলেই ভয় পেত, মানুষ মারার প্রশ্নই ওঠে না ।
এটা একটা গানের লিরিক্স ।
আসলেই সন্তান যেমনই হক না কেন, বাবা মায়ের দরজা আর দোয়া তাদের জন্য সবসময়ই আছে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।