আমার দৃষ্টিতে আমার নিজের একটা খারাপ (এবং ভাল) দিক হল, আমি সবাইকে বিশ্বাস করতে ভালোবাসি। যে কাউকেই যদি একবার ভাল লাগে তো অন্ধের মত বিশ্বাস করা আমার ধর্ম হয়ে গেছে। তার পেছনের কারন হল, আমি "বিশ্বাসে মিলায় বস্তু" তত্ত্ব মেনে চলি আর "তর্কে বহুদূর" ব্যাপারটা এড়িয়ে চলি। যদিও এর জন্য মোটামুটি এস সাইজ থেকে শুরু করে এল সাইজ পর্যন্ত ভালই বাঁশ খাওয়া হইছে। তবুও যেহেতু এখনও এক্সএল বা ডাবল এক্সএল সাইজের বাঁশ খাওয়া হয় নাই অর্থাৎ মূল থেকে এখনও বিশ্বাসটাকে উৎপাটন করা হয় নাই, তাই এখনও আশেপাশের মানুষের উপর বিশ্বাস হারানোও হয় নাই।
আমার কাছে 'বিশ্বাস' ব্যাপারটা আসলে কলা গাছের মত; যতবারই গোড়া থেকে কেটে দেয়া হবে ততবারই আবার নতুন করে জন্ম নিবে, বাড়তে থাকবে আবার গোড়া কেটে না দেয়া পর্যন্ত। তাই বিশ্বাসী মানুষেরা কখনও কারও উপর বিশ্বাস হারায় না যতক্ষণ না পর্যন্ত বিশ্বাসটা সমূলে উৎপাটন করা হচ্ছে।
আরেকটা ব্যাপার হল, আমার পরিচিত মানুষজন আমাকে খুব বিশ্বাস করে, জানি না কেন! বিশ্বাসটা হয়তবা আমার চেহারার ইনোসেন্সের কারনেই করে, তবুও করেতো আর সেটাই আসল কথা। তাই প্রতিদানে আমারও তাদেরকে বিশ্বাস করা উচিৎ। আফটার অল পৃথিবীটাতো Give & Take Policy মেনেই চলে, তাই না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।