কাউকে বিশ্বাস করা কঠিন।
কাকে বিশ্বাস করবোনা আর কাকে করবো...এই প্রশ্নটা সবসময় কুড়ে কুড়ে খায় আমাকে। বিশ্বাস করে কিইবা পাবো...সেটাই বুঝতে পারছিনা এখনও। যাকে বিশ্বাস করেছি, সেই আমাকে ক্ষতবিক্ষত করেছে। আমাকে নিয়ে পুতুল খেলা খেলেছে, যখন যার মনে চেয়েছে! আমাকে হতে হয়েছে বলির পাঠা! আমি অহেতুক বিশ্বাস করেছি মানুষকে, অকারণে কষ্ট পেয়েছি বহুবার!
এতকিছুর পরও আবারও বিশ্বাস জন্ম নেয় মনে; জানিনা কিসের জন্য, হয়তো আত্নতৃপ্তি কিংবা চিরাচরিত নিয়ম মেনে নেয়ার জন্য! নিজেকে এড্ জাস্ট করার জন্য! এখানেও বিশ্বাস নিরর্থক। কখনও মনে হয় বিশ্বাস একটা কল্পনাপ্রসূত মনের তৃপ্তি, যেখানে ইচ্ছাকৃতভাবে বিশ্বাসের স্বাদ নেয়া। আমিও নিতে চাই, অথচ সবখানেই জবুথবু!
বিশ্বাসের অপোজিট যদি সন্দেহ হয়, তবে সেটা এখন আমার মনে প্রখর ভাবে কাজ করে। সবাইকে সন্দেহ,অহেতুক সন্দেহ, সবকিছুতেই সন্দেহ! অফিস থেকে শুরু করে জীবনের প্রতিটি স্টেজে সন্দেহ কাজ করেছে।বাস্তব সত্য, যেখানেই যা কিছু সন্দেহ করেছি তা অনেকাংশেই মিলেছে। হতে পারে আমার সিক্সসেন্স অলয়েইজ ভাল রেজাল্ট দেয়!
(কন্টিনিউড...................................)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।