নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
ভার্চুয়াল জগতের ছেলে মেয়ের এই মেলামেশাকে কোনভাবেই বিশ্বাস করতে চাইতনা, আবার একেবারে অবিশ্বাস না করলেও বিশ্বাসের দোড়গোড়ায় অবিশ্বাসটা পিছু লেগেই থাকত। তাই সন্দিহানটা বরাবরই ছিল।
অপর পাশে থাকা মানুষটি সত্যিকারের লিংগ পরিচয় দিচ্ছে না স্রেফ মাজা করে পরিচয় গোপন করে যাচেছ, এই ব্যপারগুলো ছেলেটিকে ভার্চূয়াল জগতের মেলামেশাকে সন্দেহের দৃষ্টিতে আবদ্ধ করে রেখেছিল। তবুও নদীর স্রোত সবসময় একই ধারায় প্রবাহিত হয়না, ব্যাপারটা তাই ঘটেছিল এক সময় যে ব্যপারটি নিছক মজা মনে হয়েছিল পরে তাই জীবনের একটি সিরিয়াস বিষয় হিসেবেই সামনে এসেছিল।
মেয়েটির সাথে পরিচয় কোন এক ইয়াহু গ্র“পে।
প্রথম দিকটার সীমাবদ্ধটা ছিল শুধু নেটেই তাও কম্পোজ করা মেসেজ পাঠিয়ে, উচ্ছাসটা যখন গন্ডির মধ্যে থাকতে চাইলনা তখন ম্যাসেঞ্জারে এ্যাড হল মেয়েটির নিক। চলতে লাগল কথা, গল্প, সময় অসময়ে, প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক । এক-দুদিন মেয়েটিকে ম্যাসেঞ্জারে না পেলে অফলাই ম্যাসেজ আর অফলাইন ম্যাসেজ। না জানি মেয়েটিকে কতটা ঝক্কি পোহাতে হত এই অফলাইন ম্যাসেজ দিয়ে।
সম্পর্ক ঠিক বলবনা এখন, যখন বিনিময় হয়েছিল পরষ্পরের মোবাইল নম্বর, কিন্তু দেয়া নেয়া হলেও কোন কথা হতনা, শুধু কোন উপলকে কেন্দ্র করে ম্যাসেজ দেয়া, সে সীমাবদ্ধতাটুকুও থাকলনা বছর খানিক পরে, কোথায় অবিশ্বাস, এখন সেখানে বিশ্বাসের সুরের মূর্ছনা।
ছেলেটি মেয়েটিকে নিয়ে ভাবত, কল্পনা করত, ছবি আকত। তারপর শুরু হল মেয়েটির সাথে মোবাইলে কথা। শুরুটা উপলব্ধির হলেও ছেলেটির বুঝতে বাকী থাকেনা মেয়েটি আগের তুলনায় ব্যস্ত হয়ে পড়ছে, মোবাইলের ভয়সে সেরকমটাই মনে হতে লাগল।
আজ সে মোবাইলে মেয়েটির ভয়েস ছাড়াও অন্য একজনের ভয়েস শুনেছে কে ছিল জানে না
“এই তোমার কাছে কে ফোন করে এত ? কি পাইছে ছেলেটা, দাও তো ফোনটা আমাকে ! সারাদিন ফোনে কথা, এবার যদি দেখি ওই ছেলেটা .........................”
মেয়েটা অস্বস্তিতে ভোগে, বুঝতে পারে ছেলেটা, ব্যস্ততার অযুহাত দিয়ে লাইনটা কেটে দেয়, কি জানি হঠাতই আনমনা হয়ে পড়ে। পুরোনো সেই অবিশ্বাসের খেলাটা নতুন করে মাথায় চাপে, সত্যি ভার্চুয়াল জগতে বিশ্বাস করাটা কষ্টেরই বটে !
ছেলেটি প্রতিজ্ঞা করে আর কোনদিন সে মেয়েটিকে ফোন করবেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।