আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
মহানবী হজরত মুহাম্মদ সা: সম্পর্কে কটূক্তি ও ব্যঙ্গবিদ্রুপ করার অভিযোগে করা মামলায় ব্লগার আসিফ মহিউদ্দিনকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মো: জহুরুল হক শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে অতিরিক্ত পিপি তাপস কুমার পাল জামিনের বিরোধিতা করেন।
আসামিপক্ষ থেকে বলা হয়, আসিফ মহিউদ্দিন মহানবী সা: সম্পর্কে তার ব্লগে কটূক্তি করেনি, কে বা কারা তার পাসওয়ার্ড জেনে তা ব্যবহার করে এ কাজটি করেছে। সে এ কাজের সাথে জড়িত নয়।
সে এখন অসুস্থ, পিজি হাসপাতালে চিকিৎসাধীন। সে ব্লগে লিখে জার্মানী থেকে পুরস্কার পেয়েছে। খারাপ হলে তাকে তো পুরস্কার দিত না। মানবিক কারণে জামিন দেয়া প্রয়োজন।
রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, এ আসামির বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়াই প্রসিকিউশন দিয়েছেন আদালতে।
তদন্ত করে যা পাওয়া গেছেছ তা পড়লে গা শিউরে ওঠে। সে অন্যায় করেছে মহানবী সা: সম্পর্কে তার ব্লগে কটূক্তি করে। কাজেই তার জামিন দেয়া সঠিক হবে না।
Click This Link
***************
দিন যতই যায় ততই নিত্য নতুন ও আজব ধরণের বিনোদন আমাদের বাংলাদেশে দেখা যায়। বিশেষ করে আওয়ামী ও হাসিনার আমলে।
প্রথমে বলা হচ্ছিল আসিফ মহিউদ্দিন সহ বেশ কিছু ব্লগার ইসলাম ও রাসুল(সাঃ)এর বিরুদ্ধে অশালীন, কুৎসিত, হিংসা ও ঘৃণা ছড়াচ্ছিল। কিন্তু সরকার তাতে আমল দেয় নাই। এরপর হেফাজতে ইসলামের আন্দোলনের চাপে পড়ে সরকার তাই পুলিশ গ্রেফতার করে আসিফ সহ মোট চারজনকে। ডিবি ও এসবির কাছে নিশ্চয়ই এই বিষয়ে সঠিক তথ্য আছে। অনেকেই আসিফের বিরুদ্ধে সহ অন্য ইসলাম বিদ্বেষী ব্লগারদের সাথে দিনের পর দিন বিতর্ক করেছে।
আসিফ কোনদিনও তার অবস্থান ও মন্তব্য সমন্ধে এই ব্লগে বা ফেসবুকে অস্বীকার করেনি। তবে এখন কেন এই কথা উঠছে যে আসিফের একাউন্ট কেউ হ্যাক করছে? কার এত বড় সাহস যে দিনের পর দিন আসিফের নাম ভাঙায়া ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াইল? তাও আসিফের বন্ধু যখন খোদ হাসিনার অন্যতম পিএ শাকিল! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।