marine related person Click This Link
উপরের লিংক দেখেছেন নিশ্চয়।
আমি লেখককের কাছে একটা কথা যানতে চাই আপনি কি মেরিন একাডেমি থেকে পাশ করার পর ডাইরেক্ট জাহাজে উঠতে পেরেছেন????? নাকি আপনার কোন ম্যানিং এজেন্টের মাধ্যমে উঠতে হয়েছে যাদেরকে আপনি প্রতারক নামে ব্যাখ্যা করেছেন???
আমি সম্মানিত সকল পাঠকে জানাতে চাই, আপনারা ঐ পোষ্টকে বিশ্বাস করবেন না। কিছু মেরিন একাডেমির অসাধূ ক্যাডেট বেসরকারী মেরিন একাডেমির ব্যাপারে মিথ্যা প্রচারনা চালাচ্ছেন। কেননা তারা চান বাংলাদেশের মেরিন সেক্টর ধংস হয়ে যাক। তারা চাই শুধু মাত্র যারা মেরনি একাডেমি থেকে পাশ করবে তারাই মেরিনার হতে পারবে।
বাংলাদেশ মেরিন একাডেমি থেকে মাত্র ২০০ ক্যাডেট বের হচ্ছে। পাশের দেশ ভারত থেকে প্রতি বছর সরকারী বেসরকারী ৬০০০ ক্যাডেট বের হয়। আপনি কি মনে করেন একটা দেশের মেরিন মার্কেট চালু রাখার জন্য ২০০ ক্যাডেট যতেষ্ট????
এমনকি তাদের সাবেক ক্যাডেটরা যারা এখন বিভিন্ন কোম্পানিতে সুপার হিসাবে আছেন তারাই নিজেরা মেরিন একাডেমির ক্যাডেট নিয়োগ করেনা, কারন তারা ভারত থেকে ক্যাডেট নিয়োগ করলে তাদের ভালই উপার্যন হয়।
তাদের কারনে বর্তমানে বাংলাদেশের অনেক ছেলে সপ্ন থাকা সত্বও মেরনি পেশায় আসতে পারছে না। বর্তমানে ডাইরেক্ট এন্ট্রি এবং মেরিন ফিসারিজ ক্যাডেট বন্ধ।
যার কারনে অনেক বিদেশি জাহাজ কোম্পানিরা বাংলাদেশে না পেয়ে ভারত ও অন্যান্যা দেশ থেকে ক্যাডেট নিয়োগ করছে। যতবেশী মেরিনার তৈরী হবে দেশে তথ বেশী মেরিনার তৈরী তথ বেশী বৈদেশীক মুদ্রা দেশে আসবে। আমাদের ডিসি শিপিং এ যে, দুই - তিনজন দুর্নিতিবাজ আছেন তারাও একসময় ঐ মেরিন একাডমির ক্যাডেট ছিল। তারা চান না দেশের মেরিন সেক্টর আবার জীবিত হোক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।