আমাদের কথা খুঁজে নিন

   

জাহাজ থেকে পড়ে মেরিন ক্যাডেট নিখোঁজ

I am the master of my fate, I am the captain of my soul.

Mon, Jul 26th, 2010 7:11 pm চট্টগ্রাম, জুলাই ২৬ - চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে জাহাজ থেকে সাগরে পড়ে এক মেরিন ক্যাডেট নিখোঁজ রয়েছেন। সোমবার সকাল সোয়া ৯টার দিকে বর্হিনোঙরের 'বি' অ্যাংকরেজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়। নিখোঁজ শুভংকর ভট্টাচার্যের বাড়ি রাঙামাটি সদর উপজেলায়। তিনি বাংলাদেশ শিপিং কর্পোরশেনের (বিএসসি) নিজস্ব জাহাজ এমভি বাংলার উর্মিতে শিক্ষানবীশ ক্যাডেট হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ মো. ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার তিনদিনের ছুটি শেষে শুভংকর কাজে যোগদানের জন্য নৌকায় করে বি অ্যাংকরেজে যান এবং লোহার সিঁিড় দিয়ে জাহাজে ওঠার সময় পা পিছলে সাগরে পড়ে যান।

তিনি জানান, ঘটনার পরপরই নৌ বাহিনী, কোস্টগার্ড ও বন্দরের নিজস্ব ডুবুরিরা শুভংকরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ফরহাদ উদ্দিন বলেন, চলতি বছরের এপ্রিলে মেরিন একাডেমি থেকে পড়ালেখা শেষ করে শুভংকর বিএসসিতে শিক্ষানবীশ ক্যাডেট হিসেবে যোগ দেন। তিন মাস পর তার চাকরিতে স্থায়ী হওয়ার কথা ছিল। আমার জানামতে, ছেলেটা ৪৫ মিনিট বেচে ছিল।

কিন্তু বাংলাদেশ কোস্টগার্ড ১ ঘন্টা পরে উদ্ধার কাজে যায়। ১৫ মিনিট আগে কি যেতে পারতো না তারা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.