আমাদের কথা খুঁজে নিন

   

তুষার শুভ্রের ন্যায়!!!!

স্বপ্নগুলো সত্যির প্রত্যয়ে পথচলা ............ ২৩শে জানুয়ারী রাত ১১ টা ১৮ মিনিট পড়তে পড়তে, পড়ার টেবিলে ঘুম ঘুম চোখে। হঠ্যৎ মুঠো ফোনটির আলো জ্বলে ভাইভ্রেট হলো। ছোট একটি খুদে বার্তা পরিচিত নম্বর Hello, how r u? what about ur exam preparation. মুখে স্মিত হাসি দিয়ে Hi im fine, how r u? পড়াশুনা শুরু করলাম গতকাল রাত থেকে। দেখা যাক কি হয়। গতকাল সারাদিন হোপলেস ছিলাম।

পরে রাতে প্ল্যান করলাম। ইনশাল্লাহ আমি পারবো। আপনার কি অবস্থা সব ভালো তো? তারপর থেকে প্রতিদিন এ প্রান্ত থেকে ও প্রান্ত বলা যায় গানের সুরে 'তোমার হল শুরু, আমার হল......' জীবনের অস্থির অথবা নিরবতা অথবা বিষন্ন সময় কিংবা মন খারাপের দিন গুলোতে অন্য রকম সুন্দর শুভ কামনা-উইশ আর শুভ সকাল-শুভ রাত্রি! সারাদিন ভেবে ভেবে নয় বরং সারাক্ষণ কিছু কিছু করে কথা গুলো থেমে থেমে বর্ণ হয়ে প্রশ্ন-ঊওর, জানা-শোনার গল্প হয়ে কখনো কথা গুলো অনেক স্বপ্ন, কখনো হাজার শুভ কামনা, কখনো বা থাকে হা হা হি হি। এগুলো তো খুদে বার্তার সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যা-রাত ঘুরে ফিরে চক্রাকারে। সকাল টা ছিল শুভ সকাল।

কোন দিন ছোট করে কয়েক অক্ষর পদ্য আসলে ওটা পদ্য নয় শব্দ মিলানো ছন্দ। কোন দিন ভোর কে পবিত্র, স্বপ্ন কে সুন্দর, দিনটি হবে শুভ, শুরু ছিল বরাবর শুভ কামনায় পূর্ণ। বাড়ন্ত সকালে থাকতো খেয়েছো, গিয়েছো,পড়েছো অথবা পৌছেছি,করেছি, যাচ্ছি অথবা ছোট্ট করে কি করছো। প্রথম দিকে বাজার নিয়ে বেশ হাসা-হাসি হতো। বিপরীত প্রশ্ন ছিল মজা লাগছে তোমার? তারপর উওর যেত মজা করে, না তো লাগছে না! দুপুর টা ছিল কিছু টা ক্লান্ত তাই চ-ছ এর মধ্যে সীমাবদ্ধ, কখনো বা ছোট করেই ফোন।

বিকেলের প্রশ্ন কি হবে-করবো-কোথায় ইত্যাদি। সন্ধ্যায় হলো বাড়ি ফেরার গল্প। কোন দিন কিছু পথ হাটতেই মাঝে মাঝে ফিরতে ফিরতে মনে করা, কখনো বা ফোন করে খোঁজ নেওয়া। কোন দিন খাওয়া নিয়ে লোভ দেখানো সাথে ছোট করে মান অভিমান। মাঝে কথার প্রসঙ্গ বদলে অন্য স্মৃতিচারণ।

হতে পারে চাঁদ দেখা, হতে পারে আইস্ক্রিম খাওয়া, হতে পারে একাকিত্বতা। কখনো দুঃখ স্মৃতি কখনো সুখ অনুভূতি। বিষন্ন মন খারাপের স্বপ্ন হবে দু'টো মানুষ দু'জন দুজনার হাত ধরে অনেক অনেক দূর যাবে। আর যত দূর যাবে ততোই তাদের দুঃখ গুলো বিলীন হতে থাকবে! রাতে ক্লান্ত দেহে ঘুম ঘুম চোখে অথবা জেগে থাকা তারা হয়ে ছোট করে বার্তা বুলি হুম-গুড-ভালো লাগল অথবা কি করছো আবার হয়তো ছোট্ট করেই জেগে আছো কি? মাঝে মাঝে বিশাল খুদে বার্তা অবশ্য ও প্রান্ত থেকে নয় তা এ প্রান্ত থেকেই যেতো... স্বপ্ন থেকে শুরু করে বাস্তবতা। অপূর্ণ কিছু বায়নার মাঝে রাগে বসের মাথায় ১০১ টা নারকেল ফাটানো বা কোন পূর্নিমার রাতে নির্জন নদীর পাড়ে বসে থাকার স্বপ্ন অথবা জীবনের বিচিত্রতার গল্প! খুদে বার্তা গুলো পড়তে পড়তেই নিভু নিভু অভিমান মনের কোণের ছোট প্রশান্তি হয়ে শান্ত করে তোলে।

কখনো সম্বোধন হয় মেয়ে বলে অথবা কি করছো বালিকা? রাগ করলে, থাক আর বলব না, দূর মুড টা দিলে নষ্ট করে, আমার কথাই ঠিক অথবা মেয়েরা সব এমন; এই এমন কথা শুনে গাল দু'টো কে ফুলিয়ে জোর আবেদন মোটেও সবার মত নই, অদ্বিতীয়া বুঝলেন? ও প্রান্ত থেকে হাসি কখনো বুদ্ধিমতি কখনো অপ্রত্যাশিত বাক্য শুনে আকাশ থেকে পড়া আর প্রশ্ন করা বলেছে আপনাকে? বেশি বুঝলে যা হয় আর কি! এই তো খুদে বার্তার মাঝে সকাল থেকে রাত। এই তো মনে হচ্ছে কিছুদিন আগের সুপ্রভাত থেকে রাত শেষ টুকুনে শুভ রাত্রি! কেটে যায় সময় থেমে থাকে না জীবন বদলে যায় চারপাশ মন, হারিয়ে যায় ঝাপসা স্মৃতি। জীবনের মিছিলে সূর্য উদয়ের মধ্য দিয়ে নতুন আরো একটি দিন....... শেষ টুকুতে এসে শেষ না হয়ে শেষের অপর প্রান্তে না থাক ও কিছু নয়!! এখনো ফুরায়নি কথার ঝুড়ি তবে যে আজ আর নয়, বোধ হয় আর কোন দিন নয়! তাই তো নতুন যাই হোক যাই আসুক, কিছু সময় থেমে যায় নিজস্বতায়। যে আসে যে চলে যায় তার শূর্ণ্যতার পূর্ণতা কেউ করে না। কোন সুখ অনুভূতিতে অথবা খুদে বার্তার শব্দ গুলোতে যদি সব হারিয়েও যায় সে রয়ে যায় মন স্মৃতির ওপ্রান্তে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।