আমাদের কথা খুঁজে নিন

   

আবার একটা ক্রসফায়ারের ঘটনা দেখলাম সমকাল এ। তাই ক্রসফায়ার নিয়ে কবিতাটা লিখলাম- " ক্রসফায়ারে স্বাধীনতা "

তোমরা কেউ অবাক হইওনা যদি- আমার লাশটা প’ড়ে থাকতে দেখো কোন নর্দমার ভেতরে। আমার মা-র অনেক স্বপ্ন আর বাবার সম্ভাবনা পঁচার গন্ধ পাবে সেখানে। দেখতে পাবে কি করে গুলিবিদ্ধ আমি প’ড়ে আছি একেবারে নির্বিকার- ঠোঁটে বসেছে মাছি, যে ঠোঁটে লেগে আছে নীরার অসমাপ্ত চুম্বন। তোমরা কেউ অবাক হইওনা যদি দেখো- রাতারাতি আমি এক বিরাট সন্ত্রাসী হয়ে গেছি; যদিও আমি কোনদিন সিগারেট ছুঁইনি, চোখেও দেখিনি পিস্তল বা বোমা, সারাজীবন একাই পেথে হেঁটে কলমে গুঁজেছি মুখ। তবুও- তোমরা হয়তো দেখবে- আমিই একজন কুখ্যাত ড্রাগ পেডলার, গ্যাংস্টার কিংবা নেশাগ্রস্থ ভয়ংকর ছিনতাইকারী।

হয়তো তখন তোমরা নতুন করে চিনবে আমায়; ওরা বলবে- এই ছেলেটি কবিতা নয়, চরমপত্র লিখে বেড়াতো; এর প্রতিটি লাইনেই থাকতো অশ্লীলতা যা সমাজের সুস্থতার জন্য ভীষণ হুমকি। মাঝরাতে আমরা ওকে নিয়ে গিয়েছিলাম ওর সেই অশ্লীল ডেরায়- হঠাৎ করে ওর মতো অনেকে চেঁচিয়ে উঠে বলেছিলো- আমরা অশ্লীল নই। তোমরা কেউ অবাক হইওনা যদি- আমার লাশটা প’ড়ে থাকতে দেখো কোন নর্দমার ভেতরে। আমার মা-র অনেক স্বপ্ন আর বাবার সম্ভাবনা পঁচার গন্ধ পাবে সেখানে। দেখতে পাবে কি করে গুলিবিদ্ধ আমি প’ড়ে আছি একেবারে নির্বিকার- ঘটনাস্থলে প’ড়ে আছে আমার তথাকথিত অশ্লীল কবিতা, কয়েকটি লাইন- আর শব্দের খালি কার্তুজ।

ওদের প্রমান যা আমাকে নষ্ট করবে তোমাদের সামনে। হায়রে গণতন্ত্র, হায়রে স্বাধীনতা- তুই এখন বেশ্যার ব্লাউজের বোতাম; খুলে দেখি- খুবলে নেয়া বুক; শুকানো বীর্য, পূর্ববর্তী পুরুষের ঘাম। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.