আমাদের কথা খুঁজে নিন

   

শহরের ময়লা-আবর্জনার বিলুপ্তকরণ ও বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি উৎপাদন কমপ্লেক্স।

রাশিয়ার এন। জি। ও। বাংলাদেশ কেন্দ্র ও রুশ প্রযুক্তি গবেষনা কেন্দ্র দীর্ঘ ২ বছর কাজ করে শহরের ময়লা-আবর্জনার বিলুপ্তকরণ ও বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি উৎপাদন কমপ্লেক্সের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এই প্রকল্প শুধুমাত্র সেইন্ট পিটার্সবার্গেই আছে, পৃথিবীর আর কোথাও এরকম কমপ্লেক্স নেই, কারণ এখানে এমন একটি রিএ্যক্টর ব্যবহার করা হয়েছে, যা কিনা শুধুমাত্র সোভিয়েত বিমান বাহিনীর কাছে ছিল।

এই কমপ্লেক্স প্রতি রিএ্যক্টর প্রতি দিন ১০০ টন ময়লা-আবর্জনা অক্সিজেন ছাড়া দ হন করে ১৭০০ ডিগ্রি তাপামাত্রায়, এবং উল্লেখ্য যে, উ্ক্ত তাপমাত্রায় কোনো কিছু পোড়ে না, মলিকিউল পরিবর্তন হয়ে যায়। যেহেতু অক্সিজেন নেই, তাই কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয় না, এটা পরিবেশ বান্ধব। রিএ্যক্টর চালাতে খুব কম পরিমানে প্রাকৃতিক গ্যাস ব্যব হার করা হয়। এ থেকে আমরা পাই লোহা, মুল্যবান লোহা, স্লাগ - যা কিনা রাষ্তা তৈরী করতে কাজে লাগবে, বিদ্যুৎ, আর্সেনিক মুক্ত পানি। এছাড়াও শ হরের বিশাল এলাকা মুক্ত হবে ময়লা ডাম্পিং, দূর্গন্ধ থেকে।

বাংলাদেশ সরকার কি আগ্রহী হবে বলে আপনাদের মনে হয় এ প্রকল্পে? আপনার কি মতামত? এখানে দেখুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।