আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথ কে নিয়ে ঝামেলায় আছি

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে রবি ঠাকুর রবি ঠাকুর আমার বাড়ি এসো জানি জানি তুমি আমার নও যে কাকা মেসো তুমি আমার গুরুও নও সত্যি করে বলি তোমার সাথে আছে আমার ভাবের গলাগলি ভাবের বেলায় অভাব তোমার ছিলনা তো লেখায় গীতবিতানের পাতা আমায় ভাবের কথা শেখায় তোমার ভাবের ব্যবসা ভাল হোক সে 'ভিলেজ' 'সিটি' মরে গিয়ে হারাচ্ছো যে দারুন 'রয়্যালিটি' যা হোক আমি যা বলছিলাম সেই কথাতে আসি রবীন্দ্রনাথ আমি তোমায় অনেক ভালবাসি ভালবাসার টানে তোমায় ডাকছি আমার বাড়ি রবি ঠাকুর, তোমার মত আমার পিতার দাড়ি কিন্তু তিনি তোমায় ভালবাসেন না তো মোটে তোমার কথা বললে রেগে আগুন হয়ে ওঠে কারন তুমি হিন্দু লেখক তার মানে বিধর্মী কেমন করে বোঝাই তুমি ভাবের সহ মর্মী এই ঝামেলা থেকে আমি চাইছি যে আজ মুক্তি ভগবানের সাথে তুমি দ্বি-পক্ষীয় চুক্তি করে যদি আসতে ঠাকুর একটিবারের জন্য ধন্য জীবন নতুন করে আবার হোত ধন্য জানি জানি ব্যপারটাতে থাকবে ভীষণ ঝুঁকি তবু তুমি বসে আমার পিতার মুখোমুখি তোমার কোনো নতুন গানের সুরে আমার পিতা ধর্ম ভুলে রবীন্দ্রনাথ হলে তোমার মিতা! আমার কি যে লাগতো ভাল কেমন করে কই যে তোমাকে উৎসর্গ ক'রে লিখব ছড়ার বই যে বালখিল্যের ছড়া পড়ে না হয় তুমি হেসো একটিবারের জন্য ঠাকুর আমার বাড়ি এসো। ০৮/০৫/২০১৩  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.