কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...
সকালে ঘুম থেকে উঠে এই গাদাগাদি বাস এ উঠতে ইচ্ছে করেনা।শুধু মনে হয় যদি আমার একটা সুন্দর গাড়ী থাকতো! তাহলে সবাই কে দেখিয়ে দেখিয়ে আসতাম আর বলতাম,দেখ তোরা,আমি আর সাধারন কেউ নই। ইদানিং খুব অসাধারন হতে ইচ্ছে করে...
কি বলতে চাইলাম আর কি বলছি...
যাই হোক...বাস এ চারপাশের লোকজনের কথাবার্তা,মারামারি শুনছি না...কারন আমার আছেন রবীন্দ্রনাথ...
"তুমি একটু কেবল বসতে দিও কাছে,
আমায় শুধু ক্ষনিক তরে...
আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করবো পরে..
না চাহিলে তোমার মুখপানে, হ্রদয় আমার বিরাম নাহি মানে..
কাজের মাঝে ঘুরে বেড়াই যত..ফিরি কুল হারা সাগরে...
তুমি একটু কেবল বসতে দিও কাছে,
আমায় শুধু ক্ষনিক তরে..."
...এই লোক মনে হয় আমার সব মনের কথা জানেন...আমি যে গান ই শুনি,মনে হয় আমার কথা...অন্যদের জিজ্ঞেস করে দেখেছি...তাদের ও নাকি এরকম মনে হয়...কিন্তু সব মানুষ এর মন এক হয় কি করে?তাহলে কি সব মানুষ এক?শুধু খোলস ভিন্ন...?কত প্রশ্ন মাথায়...কেউ উত্তর দেয় না...কেউ ফিরে তাকায় না এই সাধারন এর দিকে...সবাই শুধু চলে যায়...একা আমি...নিঃসঙ্গ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।