এতো বৈচিত্র কবি গুরু র গান এর মাঝে.. যত শুনি তত ই মুগ্ধ হই.. কখনো গান শুনে হাসির বাধ ভাঙে, কখনো চোখের জলে স্রস্টার কাছে নিজেকে সমর্পন করি। মাঝে মাঝে মনে হয় কোনো কোনো গানের কথা যেন আমার ই নিজের মনের কথা। যেন আমার উদ্দেশেই লিখা। এতো গভীর ভাবে মানুষের মন কে তিনি কিভাবে উপলব্ধি করতে পেরেছিলেন সেটা আসলেই আমার কাছে রহস্যময়। তার গান শুনার পরে আর যা কিছুই শুনি সব ই মনে হয় কবির কথার নকল। এতো বিচিত্র যিনি, এতো বিচিত্র যার লেখনী, এতো গভীরভাবে যিনি মানুষের মন কে বুঝতে পেরে তার রচনাগুলি করেছিলেন তিনি অবশ্যই স্রস্টার প্রিয়। কেননা সৃস্টি কর্তাই পারেন মানুষের মনকে বুঝতে। মাঝে মাঝে ই তাই কবি কে স্রস্টার আসনে বসাতে ইচ্ছে করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।