আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীনফোন ব্যবহার না করে সঞ্চয় করুন।

মানুষ হিসেবে মাথা উচুঁ করে থাকতে চাই। * গ্রাহককে না জানিয়ে কলরেট বাড়ানো যায় কিনা যানিনা তবে গ্রামীনফোন বাড়িয়েছে। * একনাগারে ৩ মাস বা ততোধিক সময় কোন রেট চালু থাকলে তা থেকে বাড়ানো যায় কিনা জানা নেই তবে গ্রামীনফোন বাড়িয়েছে। * অন নেটে সকল অপারেটরে কল রেটে বিশেষ সুবিধা আছে তবে গ্রামীনফোনে নেই। * ২১ ফেব্রুয়ারী উপলক্ষ্যে ২১ টাকা রিচার্জে ২১ মিনিট, ২১ টি এসএমএস, ২১ এমবি নেট রবি দেয় তবে গ্রামীনফোন ২১ ফেব্রুয়ারী, ২৬ মার্চ কিংবা ১৬ ডিসেম্বর নিয়ে ভাবেনা।

* ক্যাশব্যাক অফার এয়ারটেল বা বাংলালিংক এ আছে তবে গ্রামীনফোন কোন ব্যাকে নাই। * বিকাশ, হেল্থ টিপস্, ক্লাব প্রভৃতি সামাজিক জাগরণ ও সেবা সবার আছে তবে গ্রামীনফোন এর নেই। এরকম হাজারো সুযোগ ও সুবিধা অন্য অপারেটরের থাকলেও গ্রামীনফোন এর নেই তাদের যা আছে তা হলো শোষণ। নেট কবারেজের সুবিধায় শোষণের হার দিন দিন সাবেক ব্রিটিশ শাসনের পর্যায়ে চলে যাচ্ছে। সুতরাং তাদের শোষণ থেকে পরিত্রাণ পেতে ------ ১।

আইনজীবিদের প্রতি আবেদন এ সর্ম্পকিত আইন ঘেটে মামলা করে তাদের লাগাম টানুন। ২। সরকারের কর্তাব্যক্তিদের প্রতি অনুরোধ, বেশি আয়কর দেয় বলে তারা যেন যা ইচ্ছা তা করতে না পারে সেদিকে লক্ষ্য রাখুন । আর তারা যে আয়কর দেয় তা কিন্তু কলরেটের উপর ১৫% নিয়ে তা দেয়। তাদের আয়ের আয়কর ও যেন অবশ্যই দেয় সেটা নিচ্চিত করুন।

৩। পরিশেষে আমরা যারা সাধারণ গ্রাহক, আসুন সবচেয়ে কম রেটের সিম ব্যবহার করে মোবাইলের খরচ কমিয়ে তা সঞ্চয় করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.