এই অর্থনৈতিক মহা মন্দার সময়ে গ্রামীনফোন তার কল রেট বাড়ি্য়েছে ????
FNF(Friends & Family) নম্বর কলে এ প্রতি মিনিট ২৫ পয়সা থেকে ৪৯ পয়সা করা হয়েছে।এই কলরেট ২২ মার্চ থেকে কার্যকর করা হবে ।
বিস্তারিত দেখতে এই খানে
তারপরও বিজ্ঞাপন আর ঘড়ির সময় এর মারপ্যাচে তারা দাবি করেছে তারা কল রেট কমিয়েছে ।
অর্থনৈতিক মহা মন্দার সময়ে আমাদের পকেটের টাকা নিয়ে টেলিনর তাদের অর্থনীতি চাঙ্গা করার চেষ্টা করছে???
গ্রামীনফোন একটি কর্পোরেট ডাকাত, তাদেরকে না বলুন ।
বি.দ্রঃ আমি গ্রামীনফোন এর গ্রাহক নই
গ্রামীনফোন এর লোগোটা কপি পেস্ট ।সামুর এক ব্লগার ভাই পোস্ট থেকে কপি করে রাখছিলাম ,ব্লগার ভাই নাম মনে নাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।