Mind is like water, when its agiated it becomes difficult to see but if you allow it to settle, the answer becomes clear
গ্রামীনফোন দেশের সবচেয়ে বড় মোবাইল কোম্পানী। কোম্পনীটি জন্মলগ্ন থেকেই তাদের বিভিন্ন(বড় কারন কলরেট) কারনে জনগনের মনের অন্তস্থলে স্থান করে নিয়েছে। কিছুদিন আগে শুনলাম গ্রামীনফোন নতুন এক প্রজেক্ট শুরু করতে যাচ্ছে। নাম আলো আসবেই। এর মাধ্যমে গ্রামীনফোনের তাদের এপিআই ডেভেলপারদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিচ্ছে(যদিও এটা বেটা অবস্থায় আছে এবং ডেভেলপারদের জন্য সিমুলেটর হিসেবে কাজ করবে)।
গ্রামীনফোনের ঘোষনা অনুযায়ী, সফটওয়্যার পছন্দ হলে তারা সেটা কিনে নিবে অথবা লাভের নির্দিষ্ট অংশ শেয়ার করবে। এই ঘোষনা শোনার পর অনেক খুশি হয়েছিলাম। প্লানও করে ফেলেছিলাম। একটা না বেশ কয়েকটা। কিন্তু হঠাতই একটা ঘটনা মনে পড়ে গেল।
কয়েকবছর আগের কথা। আমার পরিচিত এক সিনিয়র গ্রামীনফোনে গিয়েছিলেন তাদের একটা প্রজেক্ট প্লান নিয়ে যেটা বাস্তবায়নের জন্য তাদের সহযোগীতার দরকার ছিল। সেটা আর কিছুই না। মোবাইল দিয়ে বিল পরিশোধ করা। কিন্তু গ্রামীন এটা সম্ভব না (না এই টাইপের কিছু একটা বলে) তাদের ফিরিয়ে দিয়েছিল।
কিন্তু অবাক হলাম যখন গ্রামীন নিজেই এই সার্ভিস নিয়ে আসল।
এই চিন্তার পর থমকে গেলাম। ভাবলাম তাদের মত গ্রামীন যদি আমার আইডিয়াও মেরে দেয়?
এখন সবচেয়ে বেশি দামী জিনিস হল আইডিয়া। ডেভেলপমেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই কোন ব্যাপার না। এখন যেমন হাজারটা ফেসবুক বানালেও ফেসবুকের ইউজার কমবেনা যদি না কেউ এর চেয়ে ভালো কিছু বানাই।
এখন দেখার বিষয় আলো কার ঘরে আসে, ডেভেলপারদের নাকি খোদ গ্রামীনফোনের?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।