রাজনীতি, অর্থনীতি এসব নিয়ে লিখতে চাই না । তবু খবরে চোখ আটকে গেল। বিআরটিসির চেয়ারম্যান বলেছেন গ্রামীনফোনকে অবশ্যই টাকা দিতে হবে।
টাকার পরিমান মাশাল্লা।
তিন হাজার চৌত্রিশ কোটি।
এখন কথা হল গ্রামীনফোন কি টাকা দিবে ?
টেবিলের উপর দিয়ে না নিচ দিয়ে ?
ধরে নিলাম তিন হাজার বাদ।
চৌত্রিশ কোটি।
কয় ভাগ হবে ?
আমি কত পাই ?
সুন্দর মেয়ে দেখতে যেমন ভাল লাগে, দামী গাড়ি দেখতেও ভাল লাগে।
সেটা যারই হোকনা কেন।
গ্রামীনফোন খুব ভাল ।
মাল্টিন্যাশনাল ।
ঊহাদের মোট গ্রাহক এগার কোটি।
সাত কোটিই বাংলাদেশে।
তারমাঝে আমি একলা দুইজন।
কিছু খবর হারিয়ে যায়।
কিছু খবর হারিয়ে যাবে।
যেমন তিন হাজার চৌত্রিশ কোটি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।