আমি প্রচুর চিন্তা করি..........তবে চিন্তাবীদ নই.......
বাংলাদেশের বিজ্ঞাপন জগতের উন্নয়ন বিপ্লবের অন্যতম অংশীদার গ্রামীনফোন। আমি তাদের বিজ্ঞাপনের অন্যতম ভক্ত।
তবে দুটি অপ্রিয় বিষয় আমার জ্ঞানে আছে যা আমি সবাইকে জানাতে চাই।
১. গ্রামীনফোনের ক্রিকেট নিয়ে যে চমৎকার বিজ্ঞাপনটি আছে। সেই বিজ্ঞাপনের গানটি যিনি লিখেছেন, তিনি কোন সম্মানী পাননি।
অথচ আপনারা জানেন, বিজ্ঞাপনটির মূল ধারাই এর অসাধারন গানটি।
(সূত্র: গানটির গীতিকার আমার সবচাইতে কাছের বন্ধু)
২. গ্রামীনফোনের অতি সাম্প্রতিক যে বিজ্ঞাপনটি যাচ্ছে, সেটায় যে মহিলাটি একটি মেয়ের গায়ে কাঁথা মেলে দেয়, সেই মহিলাটি মগবাজার এলাকায় বাসায় বাসায় কাজ করে। তিনিও কোন সম্মানী পাননি।
(সূত্র: গতকাল একটি ঘরোয়া অনুষ্ঠানের সূত্রে প্রাপ্ত; সেখানে মহিলাটি উপস্থিত ছিলেন)
লাখ লাখ টাকা খরচ করে যে অসাধারন বিজ্ঞাপনগুলো বানানো হয়, সেই চমৎকার বিজ্ঞাপনের অন্তরালে এই সকল ঘটনা অতি দুঃখজনক ও কল্পনাতিত।
গ্রামীনফোনকে বলছি, সবার কাছে থাকুন, বিশেষ করে বঞ্চিত এইসব মানুষের, যাদের মেধায় আপনাদের ব্যবসা বেড়ে চলেছে, প্রতিদিন, প্রতিনিয়ত।
।
কাছে থাকুন। । । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।