অনেকগুলো পোস্ট ড্রাফটে নিলাম বিশেষ কারণে
স্বাধীনতার বহু বছর পার হয়ে গেছে । স্বাধীনতার পক্ষে বিপক্ষে এখনো নানা কথা শুনতে হয়। এটাই আমাদের জাতীয় দূর্ভাগ্য । তবে আজ সকালে টেলিভীষণ চালু করে যা দেখলাম , মানে যে বিভীষণ জিনিস দেখলাম তাই নিয়ে কথা কইতে চাই। বিশাল গরিলার মত এক লোক গান গাইছেন।
গরিলার মত সাইজ হলেই কেউ দেশপ্রেমিক হতে পারবে না তা আমি মনে করি না। কারো গান শুনে সংগীতের স্বরস্বতী অমরাবতিতে পলায়ন করলেই তার গান গাওয়া হারাম হয়ে যাবে তাও সুনিশ্চিত বলে মানি না।
কিন্তু টিভির মত গণমাধ্যমে অর্থের জোরে ব্যা ব্যা করা ভব্যতার কোন পর্যায়ে পড়ে তা জানতে চাই। উল্লেখ্য যে , এর আগে তিনি রুপসী(??) স্ত্রীর ছড়াকে গান হিসেবে চালিয়ে লোকের বিরক্তি বাড়িয়ে ক্ষান্ত দেননি বরং একপর্যায়ে সেই মহিলাকে জনপ্রিয় বলে দাবী করার নির্লজ্জতা দেখিয়েছেন। আর আজ নিজেই অবতীর্ণ হয়েছেন গানের গন্ধর্ব হয়ে ।
এর সবই করেছেন নিজের টিভি চ্যানেলে। আরে ভাই আমরাওতো টিভি দেখার জন্য চালাই।
শুধু একটাই জিজ্ঞাসা, স্বাধীনতা দিবসে এমন নির্লজ্জ আচরণ কি অনিবার্য ছিল।
বি দ্রঃ মানহানির মামলার ভয়ে ভদ্রলোকের (?) নাম নিলাম না। তাকে আপনাদের চেনার কথা।
আর বানান ভূল মার্জনীয়।
bi ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।