আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা হে স্বাধীনতা রয়েছ তুমি হৃদয়ে গাঁথা।

আরিফ ইসলাম নয়ন স্বাধীনতা এস, কে আব্দুল্লাহ স্বাধীনতা হে স্বাধীনতা রয়েছ তুমি হৃদয়ে গাঁথা। জীবনের সন্ধিক্ষনে , তোমাকে খুব মনে পড়ে। দিন দিনে চল্লিশ বছর করলে তুমি পার, এবার বুঝি পড়বে ধরা আসল রাজাকার। থাকবে তারা ছদ্নবেশে, ঘুরবে ফিরবে আপন দেশে। খেয়াল রাখবে পদে পদে, নির্দোষ লোক যেন নাহি বাধে।

বিচার হবে বাংলাদেশে, জানতে পারবে দেশ বিদেশে। একাত্তরের ইতিহাস , আজও বাংলীর মনে করে বসবাস। আল বদর আর রাজাকাররা, শোনেনি সেদিন কোন মানা। পাক সেনাদের সংগে লয়ে, আসতো তারা দল বাধিয়ে। রাজাকারের অত্যাচারে, থাকতো না কেউ নিজ ঘরে, গোপনে গোপনে খোজ করে, মা-বোনদের নিত ধরে।

অমানবিক নির্যাতনে, জীবন দিয়েছে অনেক জনে। শত কষ্ট আর শত ত্যাগে, ফিরে পেয়েছি মোরা স্বাধীনতাকে। স্বাধীনতা হে স্বাধীনতা রয়েছ তুমি হৃদয়ে গাঁথা। এস, কে আব্দুল্লাহ কর্মচারী খান জাহান আলী হল খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.