আমাদের কথা খুঁজে নিন

   

::::::স্বাধীনতা অর্জনকরার চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন ::::: শাহবাগ হবে নতুন ইতিহাস

আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা... ৎইতিহাস আসে তার আপন পথ ধরে নতুন স্বপ্নকে বাস্তবায়ন করতে। আমরা স্বাধীন দেশের মুক্ত বাতাসের নতুন পথের নতুন আলোর দিশারি। আমদের এ পথ বাঙালীর পূর্বচেতনা আর স্বপ্ন থেকেই অর্জন করেছি। সবুজ-শ্যমল এই দেশে অনেক ইতিহাসের মাঝে ঠাই করে আছে ঘষিটি বেগম মির্জাফরের মত ঘৃণাত্মক কিছু নাম। আজ্ও এর ব্যতিক্রম কিছু নয়।

বিদেশী শক্তির প্রভাবে আমাদের দেশে অরাজগতা তৈরিতে উদ্দত স্বাধীনতা বিরোধী চক্র। মহান মুক্তিযুদ্ধের সময় যে চক্রটি ধর্মের নামে গণহত্যা করেছিল, হত্যা করেছিল ৩০ লক্ষ প্রাণ আজ তারাই এদেশে একটি গৃহযুদ্ধের আহব্বান করছে। আমরা স্বাধীন, স্বাধীনতাই একমাত্র আমাদের শক্তি বিদেশী চক্রান্ত আর ফেসিবাদীরা নিজেদের অবস্থান অন্যদের উপরেই চাপিয়ে ধর্মের নামে অপপ্রচার করেই চলছে। শাহবাগ এবং আমরাঃ শাহবাগ আন্দোলন আমাদের স্বপ্ন আর চেতনার আন্দোলন। ব্লগের পাতা থেকে এই আন্দোলন শুরু হলেও তা আজ সারা বাংলাময় ব্যাপ্তি।

দেশ ছেড়ে প্রবাসী এবং কি এটা এখন গণদাবি। এর ফলে সংশোধন হচ্ছে আইন! অথচ সক্রিয় স্বাধীনতা বিরোধী চক্র। আমরা কি করব এখন? আমরা তারুণ্য যার জয়গান নজরুল করেছেন এভাবে 'গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান' আমরা সেই তরুণ যারা বাংলাদেশের হৃদয় জাগ্রত করে এই সাহসী দাবি তুলেছে লক্ষ কন্ঠে। আমরা সেই তরুণ যারা গড়তে জানি, যারা সংগ্রাম করতে পারে। যারা জয় আনতে পারে ৫২, ৭১ তারা আজ স্বাধীনতা রক্ষার আন্দোলনে অবশ্যই সফল হবে।

তাই আজ স্বাধীনতার রক্ষার আন্দোলনে আমাদের লড়তে হবে। জাগ্রত করতে হবে 'শাহবাগ'। আমরাই এ দেশের অতন্দ্র প্রহরি। দেশ ঘুমায় ঘুময়না তারুণ্য......এই শব্দকে প্রমাণ করতে হবে। রাজনৈতিক আগ্রাসন মোকাবেলাঃ আমাদের চলমান আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দত অপরাজনৈতিক শক্তিরা।

আমাদের তাদের মোকাবেলায় হতে হবে সচেতন। গণমাধ্যম ও ভার্চয়াল বিশ্বের বিভ্রান্তিঃ বিভ্রান্তীকর অনেক পোষ্ট আর স্ট্যাটাস হচ্ছে প্রতিক্ষণে ব্লগ আর সামাজিক প্লাটফর্মগুলোতে ফলে জনমনে আতংক বিরাজ করছে। একইভাবে তথাকথিত কিছু জাতীয় গণমাধ্যম আমাদেরকে বিভ্রান্ত করছে। এদের বিরুদ্ধে অবশ্যই আমাদের সচ্চার হতে হবে। বন্ধ করেদিতে হবে এদের অপপ্রচারণা।

নিতে হবে আইনআনুগ ব্যবস্থা। রক্ষা করতে হবে স্বাধীনতাঃ ৩০ লক্ষ শহীদের রক্তের এই পবিত্রভূমিতে পাপাচারি রাজাকার চক্রকে কখনই স্থান দেয়া যায়না। আমরা এদের ফাঁসি চাই! ফাঁসি-ফাঁসি-ফাঁসি চাই! ফাঁসি ছাড়া আমরা চালিয়ে যাব আন্দোলন। রক্ষায় নামতে হবে আমাদের স্বাধীনতাকে। স্বাধীনতা শক্তি বিনিষ্টকারীর বিরুদ্ধেই হবে আমাদের দ্ধিতীয় মুক্তিযুদ্ধ।

স্বাধীনতাঅর্জন চেয়ে স্বাধীনতা রক্ষার করা কঠিন। আর এই কঠিন কাজটির জন্যই আজ আমাদের চালিয়ে যেতে হবে আন্দোলন...আওয়াজ তুলতে হবে স্বাধীনতা বিরোধী চক্রের সকল চক্রান্তের বিরুদ্ধে। আসুন আজ হাতে হাত রেখে স্বাধীনতা রক্ষার মিছিলে যাই। শাহবাগ হবে নতুন ইতিহাস। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.