নয়া যামানার নয়া পথিক,পথ হারিয়ে ছুটনা দিক্বিদিক
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা
যা পেয়েছি তা চাইনি আমি,চেয়েছি যা পাইনি
তাইতো আমি বিদ্রোহী,আর কথাগুলো বে-আইনি
আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধহস্ত কলম
স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম ।
এদিকে দ্রব্যমূল্যে আগুন,মুখে যায় না ভাত
সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত ।
ঐ কৃষকের চোখে করুণ চাহনি দেখিতে আমি চাইনি
তাইতো আমি বিদ্রোহী,আর কথাগুলো বে-আইনি।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা
আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাত আর মোয়া
স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া ।
এদিকে শহীদ মা জননী ব্যাথায় কাতর বুকে
জীর্ণ,শীর্ণ,নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে ।
ঐ শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি
তাইতো আমি বিদ্রোহী,আর কথাগুলো বে-আইনি।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা
আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশচুম্বী বাড়ি
স্বাধীনতা নামে শুল্ক ছাড়াই বিলাসবহুল গাড়ি।
ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী
মানুষ কুকুর খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি।
ঐ ক্ষুদিত শিশুর হাহাকার কভু শুনিতে আমি চাইনি
তাইতো আমি বিদ্রোহী,আর কথাগুলো বে-আইনি।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা
আজ স্বাধীনতা মানে এফডিসি নামে অশ্লীলতার আসর
স্বাধীনতা মানে মিডিয়াগুলো যৌন জ্বরে কাতর ।
মায়ের জাতির অপমান আজ রাস্তায় পথে-ঘাটে
ইজ্জত-আব্রু ঢাকার লাগি বস্ত্রও নাহি জোটে।
ঐ মায়ের জাতির অপমান আমি দেখিতে কভু চাইনি
তাইতো আমি বিদ্রোহী,আর কথাগুলো বে-আইনি।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা
আজ স্বাধীনতা মানে লিখনির নামে ধর্ম কে দেয় গালি
শিক্ষার ঝুলি মাথায় নিয়েও বিবেক দিয়েছে বলি।
ইচ্ছে মত আবোলতাবোল বকিছে ধর্মদ্রোহী
যাহা ইচ্ছে তাহা বলবে স্বাধীনতা এতো নহি।
স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি
তাইতো আমি বিদ্রোহী,আর কথাগুলো বে-আইনি।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা ।
- আইনুদ্দিন আল আজাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।