ভালোবাসি ফুল, চাঁদ, শিশু আর বাংলাদেশ। রাজাকার-মৌলবাদীরা ১০০ হাত দূরে থাকুন। নিজস্ব মতিবেদক
তরুণ দেশনেতা, জনগনের নয়নের মনি, আগামীর দেশনায়ক পলাতক তারেক জিয়ার তিল তিল করে সঞ্চিত অর্থ বাজেয়াপ্ত করেছিল মালয়েশিয়া। আর সে অর্থেই তারা পদ্মা সেতু নির্মানে বিনিয়োগ করতে চায়। তাই তারেক জিয়ার নামে পদ্মা সেতুর নাম তারেক সেতু রাখতে হবে।
আজ এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার ভাঁড়প্রাপ্ত নায়েবে আমীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, মালয়েশিয়া একটি অভিশাপ। তারা গরু মেরে জুতা দান করতে চায়। তারেক জিয়ার হাজার হাজার কুটি টাকা তারা মেরে দিয়েছে। এখন সেই হক্কের টেকাটুকা দিয়ে তারা বিনিয়োগ ুদাতে চায়।
অথচ এই টাকা তারেক জিয়ার অনেক কষ্টের সঞ্চয়। পাচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ করে জনে জনে চাদাবাজি করে তিলে তিলে তিনি সঞ্চয় করেছিলেন এই বিশ হাজার কুটি টাকা।
তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আজ তারেক জিয়া চিকিৎসার জন্য লন্ডনে। তিনি ঠিকমত হাঁটতে পারেন না। তাঁকে দুই পাশ থেকে দুইজন লোক ধরে ধরে টয়লেটে নিয়ে যায়, কেসিনোতে নিয়ে যায়, কেবারে দেখাতে নিয়ে যায়।
হাজার হাজার কুটি টাকার প্রকৃত মালিক হয়েও আজ তিনি পলাতক জীবন যাপন করছেন। আর এ সব কিছু হয়েছে বর্তমান বাকশালী সরকারের সাথে মালয়েশিয়া সরকারের অশুভ আতাতের কারনে।
মির্জা ফখরুল বলেন, পদ্মা সেতুর নাম তারেক সেতু রাখলেই শুধু চলবে না। পদ্মা সেতুতে উঠতে গেলে টোলের দশ পার্সেন্ট টেকাটুকা তারেক জিয়ার বাক্সে দিতে হবে। ৫১ সিটের বাস সেই সেতুতে উঠতে চাইলে ৫ জন যাত্রীকে নামিয়ে হাওয়া ভবনে পাঠাতে হবে।
তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে পদ্মা সেতুতে মালয়েশিয়ার বিনিয়োগ বাজেয়াপ্ত করব। তারেক জিয়ার হক্কের টেকাটুকা পুনরায় তার হাওয়ালে জমা করব।
সূত্র: মতিকণ্ঠ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।